বালাগঞ্জে নানা আয়োজনে জাতীয় মৎস্য সাপ্তাহ’র উদ্বোধন

pic-03.07.2014বালাগঞ্জ প্রতিনিধিঃ বালাগঞ্জে নানা আয়োজনের মধ্যদিয়ে জাতীয় মৎস্য সাপ্তাহ শুরু হয়েছে। সাপ্তাহের প্রথমদিন উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে এক ব্যালী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। ‘অন্ন বস্ত্র বাসস্থান, মাছ চাষে সমাধান’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে সাপ্তাহের কর্মসূচী উপলক্ষ্যে গত বুধবার দুপুরে উপজেলা মৎস্য অফিসের পক্ষ থেকে একটি র‌্যালী উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
এরপর উপজেলা পরিষদ মিলনায়তনে এক সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুর রহমান।
সুধী সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন বালাগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা সৈয়দ আলী আছগর, মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. রেফা বেগম, বালাগঞ্জ উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক মো. আনহার মিয়া, বালাগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমএ মতিন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ কামাল হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা প্রশান্ত কুমার সরকার, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মো. শরিফুল আলম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. নজরুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা গৌরাঙ্গ চন্দ্র মন্ডল, সাংবাদিক শাহাব উদ্দিন শাহীন প্রমুখ। সমাবেশে স্বাগত বক্তৃতা করেন উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. আমিনুর রহমান।