গোলাপগঞ্জ প্রতিনিধি : গোলপগঞ্জে নছিরুল হক শাহিনের বাড়ীতে ডাকাতির ঘটনায় আন্ত:জেলা ডাকাত দলের সর্দার আব্দুল্লাহ (৩৫) কে আটক করতে সক্ষম হয়েছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে গোলাপগঞ্জ মডেল থানার এএসআই মোঃ মশিউর রহমান একদল চৌকস পুলিশ নিয়ে গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ একেএম ফজলুল হক শিবলীর কৌশলের ভিত্তিতে মোগলাবাজার থানার মির্জানগরে অভিযান চালিয়ে ডাকাত আব্দুল্লাহকে গ্রেফতার করতে সক্ষম হন। ডাকাত আব্দুল্লাহ পুলিশের কাছে জবানবন্দিতে বলেছে যে, ঐ দিন রাত্রে চেয়ারম্যানের বাড়ীতে আমরা ১১ জন অংশ গ্রহণ করি। এর মধ্যে ০৭ জনের নাম উল্লেখ করেছে। পুলিশ তদন্তের স্বার্থে ০৭ জনের নাম গোপন রেখেছে। শিঘ্রই এদেরকে আটক করা হবে বলে পুলিশ সুত্রে জানা যায়। ডাকাত আব্দুল্লাহ সিলেট মোগলাবাজার থানার মির্জানগর গ্রামের ইছরাইল আলীর পুত্র। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক ডাকাতির মামলা রয়েছে বলে থানা সূত্রে জানা যায়। গোলাপগঞ্জ উপজেলার ৭নং লক্ষণাবন্দ ইউনিয়নের চেয়ারম্যান নছিরুল হক শাহিনের বাড়ীতে গত ১৩ জানুয়ারী বুধবার গভীর রাতে সামনের কলাবসিবল গেইট ভেঙ্গে ঘরে ঢুকে চেয়ারম্যান সহ পরিবারের সকল সদস্যদের হাত পা বেধে মালামাল লুট করে। উক্ত ঘটনায় গোলাপগঞ্জ মডেল থানায় কোন মামলা না হওয়ায় মোগলা বাজার থানার ডাকাতির মামলায় তাকে জেল হাজতে প্রেরণ করা হয়।