প্রধানমন্ত্রীর সফর ঘিরে প্রস্তুত সিলেট-ব্যানার, ফেষ্টুন ও তোরণে ছেয়ে গেছে নগরী
ডেস্ক রিপোর্টঃ বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিলেট সফরকে কেন্দ্র করে প্রচারণার উৎসব বইছে সিলেটে। ব্যানার, ফেষ্টুন ও তোরণে ছেয়ে গেছে শহরের অলিগলি। অব্যাহত রয়েছে আ’লীগ ও অঙ্গসংগঠনের আনন্দ মিছিল। যেন উৎসবের আমেজে পুরো সিলেটবাসী। এদিকে তৎপর আইনশৃঙ্খলা বাহিনী। সিলেট জুড়ে গড়ে তুলা হয়েছে কড়া নিরাপত্তা বেষ্ঠনী। বিভিন্ন পয়েন্টে বাড়ানো হয়েছে পুলিশি পাহাড়া। চলছে হকার উচ্ছেদও। স্থানীয় আওয়ামীলীগ ও প্রশাসনের কর্মকর্তারা দফায় দফায় পরিদর্শন করছেন প্রধানমন্ত্রীর জনসভাস্থল সিলেট সরকারি আলীয়া মাদ্রাসা মাঠ।
এ উপলক্ষ্যে গতকাল (মঙ্গলবার) প্রচার মিছিল করেছে জেলা ও মহানগর আওয়ামী লীগ।
বেলা সোয়া ১২টায় নগরীর রেজিস্ট্রারি মাঠ থেকে মিছিলটি বের হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আলিয়া মাদ্রাসা মাঠের সামনে গিয়ে এটি শেষ হয়। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভায় দলীয় নেতাকর্মীদের যথাসময়ে উপস্থিত হওয়ার আহ্বান জানান মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ। মিছিলে উপস্থিত আওয়ামী লীগ নেতারা বলেন, প্রধানমন্ত্রীর সিলেট আগমনের দিন আলিয়া মাদ্রাসা মাঠ জনসমুদ্রে পরিণত হবে।
জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত প্রচার মিছিলে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিছবাহ উদ্দিন সি
রাজ, জাতিসংঘে বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি ড. এ কে আবদুল মোমেন, মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, মহানগর সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, জাতীয় সংসদের মহিলা আসনের সংসদ সদস্য আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা সহ-সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আশফাক আহমদ, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি আবদুল খালিক, অ্যাড. রাজ উদ্দিনসহ আরও অনেকে। এছাড়া প্রধানমন্ত্রীর সিলেট আগমণ উপলক্ষে আনন্দ মি5ছিল করেছে ছাত্রলীগের এমসি কলেজ ও সরকারি কলেজ শাখা।
এদিকে ঐতিহাসিক আলীয়া মাদ্রাসা মাঠে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভা উপলক্ষে মাদ্রাসা মাঠ পরিদর্শন করেছেন সিলেটের আওয়ামীলীগ নেতৃবৃন্দ। মঙ্গলবার দুপুর ১ টায় তারা মাঠ পরিদর্শন করেন। মাঠ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন আওয়ামীলীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিছবাহ উদ্দিন সিরাজ, সাবেক রাষ্টদূত ড. একেএম মোমিন, সংসদ সদস্য আমাতুন চৌধুরী কেয়া, সিলেট মহানগর আওয়ামীলীগের সভাপতি, সিটি করপোরেশনের সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, সাবেক এমপি শফিকুর রহমান, সিলেট সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ, মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক ফয়জুল আনোয়ার আলোয়ার, মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, এডভোকেট নাসির উদ্দিন খান, আওয়ামীলীগ নেতা জুবের খান, জগদীশ চন্দ্র দাস, এডভোকেট শামসুল ইসলাম, সিটি কাউন্সিলর আজাদুর রহমান আজাদ প্রমুখ।