ওস্তাদ আলাউদ্দিন খাঁ’র স্মৃতি বিজড়িত সংগ্রহশালা পুননির্মাণ করা হউক : চারণ সাংস্কৃতিক কেন্দ্র

charon pic.jpg11ব্রাহ্মণবাড়িয়ায় প্রখ্যাত সুর স¤্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ’র স্মৃতি বিজড়িত সংগ্রহশালা, শিল্পকলা একাডেমীসহ বিভিন্ন সাংস্কৃতিক প্রতিষ্ঠানে উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর পরিকল্পিত হামলার প্রতিবাদে চারণ সাংস্কৃতিক কেন্দ্র, সিলেটের উদ্যোগে আজ বিকাল চারটায় সিলেট কেন্দ্রীয় শহীদমিনার প্রাঙ্গণে এক প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত হয়। চারণ সাংস্কৃতিক কেন্দ্র সিলেটের সংগঠক নাজিকুল ইসলাম রানার সভাপতিত্বে ও প্রণব জ্যোতি পালের সঞ্চালনায় প্রতিবাদী মানববন্ধনে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন বাসদ সিলেট জেলা শাখার সদস্য জুবায়ের আহমদ চৌধুরী সুমন, সিপিবি সিলেট জেলার সদস্য গোলাম রাব্বী চৌধুরী ওয়াফি, সম্মিলিত সাংস্কৃতিক জোট সিলেটের সহ-সভাপতি আমিরুল ইসলাম লিটন, গণসঙ্গীতশিল্পী অংশুমান দত্ত অঞ্জন, জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ সিলেটের সম্পাদক প্রতীক এন্দ টনি, আবৃত্তি প্রশিক্ষণ নন্দিতা দত্ত, প্রান্তিক পর্ষদের সদস্য উজ্জ্বল রায়, গণজাগরণ মঞ্চের সিলেটের মূখপাত্র দেবাশীষ দেবু, উদীচী সিলেটের সহ সাধারণ সম্পাদক শাহ নেওয়াজ সোহাগ, মৃত্তিকা মহাকালের মুখ্য নির্বাহী সাইমুম আনঞ্জুম ইভান, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সিলেট জেলা সংসদের সভাপতি শহীদুজ্জামান পাপলু, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সিলেট মহানগর সভাপতি পাপ্পু চন্দ, সংস্কৃতিকর্মী অনামিকা রায় প্রমুখ।
বিচারহীনতা সংস্কৃতির কারণে একের পর এক সাংস্কৃতিক প্রতিষ্ঠানে মৌলবাদী গোষ্ঠীর পরিকল্পিতভাবে ভাংচুর, অগ্নিসংযোগ ও হামলা করার মধ্য দিয়ে স্বাধীনতার চেতনাকে ভূলন্ঠিত করছে। যা ব্রাহ্মণবাড়িয়ায় ও¯াদ আলাউদ্দিন খাঁ’র সংগ্রহশালা পুড়িয়ে দেওয়ার মাধ্যমে প্রমাণ হয়েছে। এখন প্রয়োজন ঐক্যবদ্ধভাবে সংস্কৃতি ও মুক্তমনা সবাইকে এর বিরোদ্ধে প্রতিরোধ গড়ে তোলা। বক্তারা আরও বলেন অবিলম্বে হামলার সাথে জড়িতদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শা¯ির ও ও¯াদ আলাউদ্দিন খাঁ’র স্মৃতি বিজড়িত সংগ্রহশালা পুননির্মাণ করার দাবী জানান।