দ্রুততম সময়ের মধ্যে পূর্বের ন্যায় গ্যাস সংযোগ প্রদান করুন : গ্যাস সংযোগ বন্ধ প্রতিরোধ আন্দোলন

press realise pic n copyগ্যাস সংযোগ বন্ধ প্রতিরোধ আন্দোলন, সিলেটের উদ্যোগে গতকাল রোববার বিকাল সাড়ে ৩টায় মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অব ইন্ড্রাষ্ট্রি (এসএমসিসিআই) এর সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন মেট্রোপলিটন চেম্বার অব কমার্স ইন্ড্রাষ্টি এর ১ম সহ সভাপতি হাসিন আহমেদ। সভায় প্রারম্ভিক বক্তব্য উপস্থাপন করেন গ্যাস সংযোগ বন্ধ প্রতিরোধ আন্দোলন, সিলেটের যুগ্ম আহ্বায়ক, বাসদ জেলার সমন্বয়ক আবু জাফর। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, গ্যাস সংযোগ বন্ধ প্রতিরোধ আন্দোলন, সিলেটের আহ্বায়ক, সাম্যবাদী দলের জেলা সাধারণ সম্পাদক ধীরেন সিংহ, গনতন্ত্রী পার্টি কেন্দ্রীয় সভাপতি ব্যারিষ্টার মোঃ আরশ আলী, প্রবীণ রাজনীতিবিদ এড. মুজিবুর রহমান চৌধুরী, এসএমসিসিআই এর পরিচালক শফিউল আলম চৌধুরী, ওয়ার্কার্স পার্টি জেলা সভাপতি আবুল হোসেন, সুজন সিলেট সভাপতি ফারুক মাহমুদ চৌধুরী, এমএমসিসিআই’র ভাইস প্রেসিডেন্ট আফজাল রশিদ চৌধুরী, রাজনৈতিক বিশ্লেষক ড. নেছার আহমদ কায়ছার, সিপিবি জেলা নেতা খায়রুল হাসান, এসএমসিসিআই’র পরিচালক খলিলুর রহমান মাসুম, মুহিতুল বারী রহমান, হুবায়রা ইফতার হোসেন, এসএমসিসিআই’র সদস্য মোঃ মুনতাসির আলী, আকতার হোসেন, কন্ট্রাক্টর ওয়েলফেয়ার এসোসিয়েশন চঞ্চলেন্দু দাস চঞ্চল, আমিনুর রহমান আলম, ফখর উদ্দিন আহমদ, পান্না লাল ধর, জাহাঙ্গির হোসেন, আফতাব উদ্দিন প্রমূখ।
মত বিনিময় সভায় মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অব ইন্ড্রাষ্ট্রি এর নেতৃবৃন্দ গ্যাস সংযোগ বন্ধ প্রতিরোধ আন্দোলনে চলমান কর্মসূচীর প্রতি একাত্মতা প্রকাশ করেন।
মতবিনিময় সভায় বক্তারা বলেন, বক্তারা আবাসিক/অনাবাসিক নতুন গ্যাস সংযোগ বন্ধের তীব্র নিন্দা জানান। বক্তারা, উন্নয়ন কার্যক্রমের বিঘœ না ঘটিয়ে দ্রুততম সময়ের মধ্যে পূর্বের ন্যায় গ্রাহকের মধ্যে গ্যাস সংযোগ দেওয়ার আহ্বান জানান।