সুরমা টাইমস ডেস্কঃ দলীয় নেতাকর্মীদের গ্রেফতারের প্রতিবাদে সিলেটে ২০ দলীয় জোটের ডাকা মঙ্গলবারের আধাবেলা হরতালে পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করেছে হরতালকারীরা। এছাড়া ঝটিকা মিছিল ও সড়ক অবরোধ করেছে ছাত্রশিবিরের কর্মীরা।
নগরীর মদিনা মার্কেট এলাকায় মঙ্গলবার সকাল সোয়া ৭টার দিকে ঝটিকা মিছিল বের করে ছাত্রশিবির। এ সময় তারা গাছের গুঁড়ি ফেলে সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ করে। মিছিল থেকে পুলিশকে লক্ষ্য করে কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। পরে পুলিশ ৯ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে মিছিলকারীদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় দুইজনকে আটক করে পুলিশ।
সিলেট মেট্রোপলিটনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মুহাম্মদ রহমত উল্লাহ দ্য রিপোর্টকে ককটেল বিস্ফোরণ ও আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে, সকাল থেকে নগরীতে রিকশা ও অটোরিকশা চলাচল করতে দেখা গেছে। তবে বন্ধ রয়েছে নগরীর বিপণিবিতান ও দোকানপাট।
দূরপাল্লার কোনো বাস ছেড়ে না গেলেও সিলেটে থেকে যথাসময়ে ট্রেন ছেড়ে গেছে বলে জানিয়েছেন সিলেট রেলস্টেশনের ব্যবস্থাপক আবদুল রাজ্জাক। ২০ দলীয় জোটের ডাকা দেশব্যাপী সোমবারের সকাল-সন্ধ্যা হরতালে নাশকতা চেষ্টার অভিযোগে নগরীর চৌহাট্টা থেকে মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহরিয়ার হোসেন চৌধুরীসহ তিনজনকে আটক করে পুলিশ। এর প্রতিবাদে সিলেটে ২০ দলীয় জোট মঙ্গলবার সকাল ৬ থেকে দুপুর ১২টা পর্যন্ত আধাবেলা হরতালের ডাক দেয়।