ওসমানীতে উদ্বোধন হল ‘ওয়াক ফর লাইফ’ নামে নতুন ক্লিনিক
ডেস্ক রিপোর্টঃ ‘স্বাস্থ্য সেবায় একটি সরকারী উদ্যোগ’ শ্লোগান নিয়ে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের নিচ তলায় উদ্বোধন হয়েছে ফ্রি জন্মগত বাঁকা পা অপারেশন সেন্টার ‘ওয়াক ফর লাইফ’। শনিবার সকাল সাড়ে ১০ টায় এ নতুন কিনিকের উদ্বোধন করেন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রি. জে. মো. আব্দুস ছবুর মিয়া।
এসময় উপস্থিত ছিলেন, দি গ্লেনকো ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবক কলিন ম্যাকপারলিন, দি গ্লেনকো ফাউন্ডেশনের কান্ট্রি ডিরেক্টর জাহাঙ্গিল আলম, অর্থপেডিক বিভাগের বিভাগীয় প্রধান ডা. দীপঙ্কর নাথ তালুকদার, সহযোগী অধ্যাপক ডা. ইসতিয়াকুল ফাত্তাহ, রেজিষ্টার ডা. ফারুক আহমদ, ফিজিক্যাল মেডিসিন ডা. আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।
উল্লেখ্য, ‘ওয়াক ফর লাইফ’ সম্পূর্ণ বিনা মূল্যে ৩ বছরের নীচে জন্মগত বাঁকা পা অপারেশন করে থাকে এবং পা সম্পুর্ণ ঠিক না হওয়া পর্যন্ত সমস্ত ব্যায়ভার বহন করে। ওসমানী হাসপাতালে এই কিনিকটি ইতিমধ্যে ৬৪৩ জন শিশুকে অপারেশন করে সম্পূর্ণ সুস্থ্য করে তুলেছে। এতদিন এ কিনিকটি হাসপাতালের অস্থায়ী একটি কক্ষ ব্যবহার করলেও এখন থেকে তাদের জন্য বরাদ্দ এ কিনিকটি ব্যবহার করবে।