কমলগঞ্জ প্রেসকাবের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ
কমলগঞ্জ প্রতিনিধিঃ মৌলভীবাজারের কমলগঞ্জ প্রেসকাবের উদ্যোগে হতদরিদ্র অর্ধশতাধিক লোকের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বৃহষ্পতিবার সকাল সাড়ে ১১টায় কমলগঞ্জ উপজেলা পরিষদ সংলগ্ন প্রেসকাব কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ পৌরসভার নব নির্বাচিত মেয়র ও প্রেসকাবের কার্যনির্বাহী কমিটির সদস্য মো. জুয়েল আহমেদ। প্রেসকাব সভাপতি এম. এ. ওয়াহিদ রুলুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহীন আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আছাদুজ্জামান, আদমপুর ইউপি চেয়ারম্যান সাব্বির আহমেদ ভূঁইয়া, কমলগঞ্জ থানার উপ-পরিদর্শক মো. কামাল হোসেন, পতনউষার ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান-১ রিপন ইসলাম মইনুল। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কমলগঞ্জ প্রেসকাবের সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক প্রনীত রঞ্জন দেবনাথ. যুগ্ম সম্পাদক এম, এ, মুক্তাদির. ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক শাব্বীর এলাহী, দপ্তর সম্পাদক, রাজকুমার সোমেন্দ্র সিংহ, ও কার্য্যকরী সদস্য বিশ্বজিৎ রায় প্রমূখ।