খাদিমপাড়ায় জোড়া খুনের ঘটনায় ৩ আসামির এক দিনের রিমান্ড মঞ্জুর
ডেস্ক রিপোর্টঃ সিলেট নগরীর খাদিমনগরে বিসিক শিল্পনগরীর ২ শ্রমিক খুনের ঘটনার গ্রেফতার তিন আসামির একদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মহানগর কোর্ট পুলিশ পরিদর্শক মো. নফিজুল ইসলাম জানান, পুলিশ ‘মহানগর হাকিম আদালত-৩’ এ আসামিদের সাতদিন করে রিমান্ড আবেদন করে। শুনানি শেষে আদালতের বিচারক মামুনুর রহমান সিদ্দীকী আসামিদের একদিন করে রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে গত ৮ জানুয়ারী সন্ধ্যায় খাদিমনগর বিসিক শিল্পনগরী এলাকায় বনফুল বিস্কুট কোম্পানীর শ্রমিক রাজু এবং তাপু দুর্বৃত্তদের হামলায় নিহত হন। আহত হন আরেক শ্রমিক রাসেল।
ঘটনার পর অভিযান চালিয়ে জামাল উদ্দিন, মিজানুর রহমান ও মাহবুবুর রহমানকে আটক করে পুলিশ।