৫২ বর্ডার গার্ড ব্যাটালিয়ান অধিনায়কের সাংবাদিকদের সাথে মতবিনিময়

সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে আমরা দায়ীত্ব পালন করছি – ল্যা. কর্ণেল মোহাম্মদ নিয়ামুল কবির

Pic Juri-01এম এম সামছুল ইসলামঃ সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে আমরা দায়ীত্ব পালন করছি। দায়ীত্ব পালনে সাংবাদিকদের সহযোগিতা একান্ত কাম্য। আপনাদের সহযোগিতা পেলে অপরাধিদের ধরতে সহজ হবে। কোথাও কোন অপরাধিকে দেখতে পেলে সাথে সাথে আমাদের জানাবেন। অপরাধিদের কোন দল বা সংগঠন নেই। সে যেই হোক আমরা তাকে আটক করে আইনের আওতায় নিয়ে আসবো। কথাগুলো বলেছেন ৫২ বর্ডার গার্ড ব্যাটালিয়ান অধিনায়ক ল্যা. কর্ণেল মোহাম্মদ নিয়ামুল কবির। তিনি নতুন অধিনায়ক হিসেবে দায়ীত্ব গ্রহণ করে জুড়ী, বড়লেখা ও বিয়ানীবাজার প্রেসকাবের সাংবাদিকদের নিয়ে এক মতবিনিময় সভার আয়োজন করেন। গত সোমবার (১১ জানুয়ারি) বিয়ানীবাজার ব্যাটালিয়ান মিলনায়তনে মতবিনিময় সভায় সাংবাদিকদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন ৫২ ব্যাটালিয়ান অধিনায়ক ল্যা. কর্ণেল মোহাম্মদ নিয়ামুল কবির, সহকারী পরিচালক মতিয়ার রহমান। সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন জুড়ী উপজেলা প্রেসকাবের সাধারন সম্পাদক এম এম সামছুল ইসলাম (দৈনিক সংগ্রাম), এপেক্স কাব অব জুড়ী ভ্যালীর প্রেসিডেন্ট সাংবাদিক হারিস মোহাম্মদ, জুড়ীনিউজ ডটকম ডটবিডির নির্বাহী সম্পাদক আল আমিন, বড়লেখা প্রেসকাবের সভাপতি অসিত রঞ্জন দাস (সমকাল), মিলাদ মোহাম্মদ জয়নুল ইসলাম (দৈনিক প্রথম আলো), সুফিয়ান আহমদ (এশিয়ান টিভি), হাসান শাহরিয়ার (দিবালোক), এটিএম তুরাব (দৈনিক নয়া দিগন্ত), সিপার আহমেদ (আমাদের সময়), জহির উদ্দিন (আগামী প্রজন্ম), আহমদ জমির (নবদ্বীপ), শাহীন আলম, এমসিন উদ্দিন প্রমুখ।