আখেরি মোনাজাতে অংশ নিলেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী
ডেস্ক রিপোর্টঃ রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজ নিজ সরকারি বাসভবনে বসে স্বজনদের সঙ্গে নিয়ে বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাতে অংশ নিয়েছেন। বঙ্গভবনে রোববার পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে মোনাজাতে অংশ নেন রাষ্ট্রপতি আবদুল হামিদ ।
আর প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবনে বোন শেখ রেহানাসহ নিকটাত্মীয়দের নিয়ে আখেরি মোনাজাতে অংশ নেন। কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, সাবেক পররাষ্ট্রমন্ত্রী দীপু মনিও সেখানে ছিলেন।সকাল ১১টার পর শুরু হয় আখেরি মোনাজাত। মোনাজাত পরিচালনা করেন তাবলিগ জামাতের মারকাজের শূরা সদস্য মাওলানা মুহাম্মদ সাদ। মোনাজাতে মুসলিম জাহানের কল্যাণ কামনা করা হয়।
আখেরি মোনাজাতের মধ্যে দিয়ে শেষ হয়েছে বিশ্ব ইজতেমার প্রথম দফা, যা শুরু হয়েছিল গত ৮ জানুয়ারি। আগামী ১৫ জানুয়ারি দ্বিতীয় পর্ব শুরু হয়ে তিন দিন পর শেষ হবে বিশ্ব তাবলিগ জামাতের বার্ষিক এই সম্মিলন।