বিশ্বনাথে খেলার মাঠ দখলের অভিযোগে ২২ আসামী কারাগারে

14642বিশ্বনাথ প্রতিনিধি: বিশ্বনাথের চান্দভরাং গ্রামের খেলার মাঠ দখলের অভিযোগে ২২ আসামীকে কারাগারে প্রেরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপর ১২টায় দ্রুত বিচার আদালতের বিচারক ম্যাজিস্ট্রেট মো. নজরুল ইসলাম এ নির্দেশ দেন।
আসামীরা হলেন, বিশ্বনাথের চান্দভরাং গ্রামের আনোয়ার হোসেন (৬০), সায়েল সামাদ (২৮), পাভেল সামাদ (২৫), মো. কানাই মিয়া (৪২), ছন্দু মিয়া (৪৪), সুরুক আলী (৪৫), মঞ্জুর মিয়া (২৩), মো. মিঠু মিয়া (২৬), আমির উদ্দিন (৩৮), নূর ইসলাম (৪২), খালিস মিয়া (৪৫), ছামেদ মিয়া (২৩), মাসুক আলী (৪৫), রুয়েল মিয়া (৩০), মো. আজিজুল (৪০), জুবায়েল (২২), নূর ইসলাম (৩৫), মঈনুল ইসলাম (২২), শামীম আহমদ (২৮), আমরু মিয়া (৩৫), সুলেমান আলী ফটিক (৪০), হুসিয়ার আলী (৪৮)।
আদালত সূত্রে জানাগেছে, বিশ্বনাথের চান্দভরাং গ্রামের পাবলিক খেলার মাঠ অবৈধ ভাবে দখল এবং আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র নিয়ে এলাকায় ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে গত ২৮/৭/১৫ তারিখে বিশ্বনাথ থানায় ৩০ জনের নাম উল্লেখ এবং ২০/২৫জনকে অজ্ঞাত আসামী করে লিখিত অভিযোগ দায়ের করেন একই গ্রামের মো. বেদার উদ্দিন।
বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট সুয়েব আহমদ জানান, বৃহস্পতিবার আমার মক্কেলের দ্রুত বিচার আইনের দায়েরকৃত মামলায় ৩০ আসামী আদালতে হাজির হয়ে জামিনে আবেদন করলে আদালত ৮ জনের জামিন মঞ্জুর করে ২২ জনকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। তিনি আরো জানান, ৮ আসামীকে আগামী কার্যদিবস পর্যন্ত বয়স ভিত্তিতে জামিন আবেদন মঞ্জুর করেছে।