বিশ্বনাথে থানা প্রশাসনের খতমে কোরআন ও ইফতার মাহফিল

photo01বিশ্বনাথ প্রতিনিধি: বিশ্বনাথ প্রেসক্লাব আয়োজিত ইফতার মাহফিলের এক টেবিলে বসে সবাই ইফতার করতে দেখে ভাল লেগেছে, যে ভাল লাগাটা প্রসংসনীয়। সত্যিকার অর্থে অধরনের অনুষ্ঠান খুবই প্রয়োজন। গতকাল মঙ্গলার বিশ্বনাথ থানা প্রশাসন আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল পূর্ব আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।
থানা চত্তরে আয়োজিত থানার অফির্সার ইন-চার্জ মো. রফিকুল হোসেন এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার রওশন দেওয়ানসিদ্দিকী। ছিলেন বিশ্বনাথ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান স্বপ্না শাহিন, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. পংকি খান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মজম্মিল আলী, সাধারণ সম্পাদক বাবুল আখতার, সাংগঠনিক সম্পাদক আমির আলী, উপজেলা প্রকৌশলী কর্মকর্তা আবু বক্করসিদ্দিকী, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সোলেমান হোসাইন, মৎস্য কর্মকর্তা নির্মল চন্দ্র বণিক, খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিজামউদ্দিন সিদ্দিকী, ডাক্তার মো. শিবলী খান, এম. মাহবুব আলী জহির, বিশ্বনাথ পুরানবাজার বনিক কল্যাণ সমিতির সভাপতি আরশ আলী, সাধারণ সম্পাদক ফরমান খান, নতুনবাজার বণিক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মঈনুর রহমান, উপজেলা জাতীয় পার্টির সিনিয়র যুগ্ম-আহবায়ক সিতাব আলী, জয়নাল আবেদিন, উপজেলা সেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, যুবলীগের যুগ্ম-আহবায়ক আলতাব হোসেন, বিশ্বনাথ প্রেসক্লাবের সহ-সভাপতি তজম্মুল আলী রাজু, সাধারণ সম্পাদক কাজী মুহাম্মদ জামালউদ্দিন, সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, কোষাধ্যক্ষ অসিত রঞ্জন দেব, কার্যাকরী সদস্য রফিকুল ইসলাম জুবায়ের, এমদাদুর রহমান মিলাদ, শহিদুর রহমান, সদস্য নুরউদ্দিন, আবুল কাশেম, সাংবাদিক মামুনুর রশিদ মামুন, এনামুল হক, বিশ্বনাথ থানার এসআই ছায়েদুর রহমান, টিপু সুলতান, শামিম আকনজি, দিলোয়ার হোসেন, ফজলে রাব্বি, মাসুদ রানা, মাসুদ আলম, আওয়ামীলীগ নেতা নুরুল ইসলাম, আখতার হোসেন জুনেদসহ উপজেলার বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন। দোয়া পরিচালনা করেন বিশ্বনাথ বায়তুন আমান (মাছহাটা) মসজিদের ইমাম মাওলানা আমীরউদ্দিন আশরাফী। উল্লেখ্য, ইফতার ও দোয়া মাহফিল পূর্বে খতমে কোরআন অনুষ্ঠিত হয়।