বিশ্বনাথে স্বর্ণের দোকানসহ দুটি প্রতিষ্ঠানে চুরি : নগদ টাকাসহ প্রায় ৭লাখ টাকা মালামাল লুঠ

theftবিশ্বনাথ প্রতিনিধি: বিশ্বনাথে আল-হেরা শপিং সিটির নিউ হেপী জুয়েলার্স ও থানা গেইট সংলগ্ন শিপা কম্পিউটার এন্ড টেলিকম চুরি হয়েছে। শুক্রবার রাতে ওই চুরির ঘটনা ঘটে। নগদ টাকা, রুপাসহ দুটি প্রতিষ্ঠানের প্রায় ৭ লাখ ৪০ হাজার টাকার মালামাল নিয়ে যায় চুরের দল। খবর পেয়ে গতকাল শনিবার থানার অফিসার ইন-চার্জ মো. রফিকুল হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
নিউ হেপী জুয়েলার্স এর পরিচালক মো. মনির মিয়া জানান, প্রতিদিনের মতো শুক্রবার রাতে মার্কেটে অবস্থিত দোকানঘর বন্ধ করে বাসায় চলে যান। গতকাল শনিবার সকালে দোকানঘর খুলতে এসে দেখেন দোকান ঘরের সাটারের তালা ভাঙ্গা রয়েছে। দোকান ঘরের ভিতরের লকার ভেঙ্গে প্রায় ৪০০ ভরি রুপা নিয়ে যায় নিয়ে যায় চুরের দল। যার মূল্য ২ লাখ ৪০ হাজার টাকা। মনির মিয়া বলেন, সাটারে লাগানো নিজের তালা নিয়ে অন্য দুটি তালা ঝুলিয়ে দিয়ে যায় চুরের দল। এদিকে হেপী জুয়েলার্সের চুরি ঘটনা কে অনেকে বিভিন্নভাবে মন্তব্য করেছেন।
শিপা কম্পিউটার এন্ড টেলিকম এর পরিচালক মো. ফজলুর রহমান বলেন, সাটারের তালা ভেঙ্গে দোকানে প্রবেশ করে লকার ভেঙ্গে নগদ ৩ লাখ ২০ হাজার টাকা ও ১ লাখ ৮০ হাজার টাকার মোবাইল কার্ড নিয়ে গেছে চুরের দল।
থানার অফিসার ইন-চার্জ মো. রফিকুল হোসেন বলেন, নিউ হেপী জুয়েলার্সে চুরির ঘটনা মিথ্যা, সাজানো, বানোয়াট তবে শিপা কম্পিউটার এন্ড টেলিকম তিনি পরিদর্শন করেছেন বলে জানান।