বৈষম্যহীন পৌর পরিষদ গঠনে আমার অগ্রনী ভূমিকা থাকবে -সিরাজুল জব্বার চৌধুরী
গোলাপগঞ্জ প্রতিনিধিঃ গোলাপগঞ্জ পৌরসভার ১, ২ ও ৩ নং ওয়ার্ডের মোবাইল মার্কার সমর্থক ও কর্মীদের সমন্বয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নব নির্বাচিত পৌর মেয়র সিরাজুল জব্বার চৌধুরী বলেছেন, মানুষ যে প্রত্যাশা নিয়ে চ্যালেঞ্জের মুখে ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেছে আমি জনসেবার মাধ্যমে এই ঋণ শোধ করতে চাই। অতীতে নাগরিক সমাজকে নানাভাবে হয়রানী করা হয়েছে। পৌরসভার নাগরিক সমাজের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে আমি সর্ব শক্তি দিয়ে কাজ করে যাব। পৌরসভা হবে সকল মানুষের মিলন ক্ষেত্র। সকল নাগরিককে সমান সুযোগ দিয়ে বৈষম্যহীন পৌর পরিষদ গঠনে আমার অগ্রনী ভূমিকা থাকবে। গোলাপগঞ্জ পৌরসভাকে একটি সেবামূলক প্রতিষ্ঠান হিসাবে গড়ে তুলতে আমি সকলের সহযোগীতা চাই। সোমবার সন্ধ্যা ৭টায় পৌর শহরের কদমতলীস্থ খান কমপ্লেক্সে বিশিষ্ট মুরুব্বী আমিন উদ্দিনের সভাপতিত্বে ও তরুন সমাজসেবী রুহেল আহমদের উপস্থানায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর গোলাপগঞ্জ অঞ্চলের পরিচালক, সাংবাদিক আব্দুল আহাদ, ফুলবাড়ী আজিরিয়া সিনিয়র মাদ্রাসার শিক্ষক মাওলানা আব্দুল করিম, পৌর কাউন্সিলর আব্দুল কাদির, গোলাপগঞ্জ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মুমিন আহমদ শাকিল, বিশিষ্ট সমাজসেবী আসিদুর রহমান, আজমল আলী, অলিউর রহমান, এনাম আহমদ, শামীম আহমদ, জমান উদ্দিন আহমদ, আমিনুর রশীদ মারুফ, ফলিক আহমদ, মাহমুদ হোসেন, সুজন চন্দ্র শর্মা, লায়েক আহমদ, ইফাত আহমদ পাখি, আব্দুল খালিক, মলিক মিয়া, লায়েছ আহমদ প্রমুখ।