গোলাপগঞ্জে শীর্ষ স্থান অক্ষুন্ন রেখেছে এম সি একাডেমী মডেল স্কুল ও কলেজ

২৪ জন জিপিএ-৫, পাশের হার প্রায় ৯৯%

IMG_3230 copyকে.এম আব্দুল্লাহ গোলাপগঞ্জ থেকে ঃ গোলাপগঞ্জে এইচ.এসসি পরীক্ষার ফলাফলে শীর্ষ স্থান অক্ষুন্ন রেখেছে এম সি একাডেমী মডেল স্কুল ও কলেজ। গোলাপগঞ্জ উপজেলায় এবার যে ২৬টি জিপিএ ৫ এসেছে তার মধ্যে ২৪টিই পেয়েছে এমসি একাডেমীর মডেল স্কুল ও কলেজের শিক্ষার্থীরা। এ প্রতিষ্ঠান থেকে ৩৭৫জন পরীক্ষার্থী অংশগ্রহন করে ৩৭১ জন পাশ করেছে। পাশের হার ৯৮.৯৩%। বিজ্ঞান শাখা থেকে ৯৭ জন পরীক্ষার্থী অংশগ্রহন করে সবাই পাশ করেছে। মানবিক শাখায় ১৫৪জন পরীক্ষার্থী অংশগ্রহন করে ১৫২জন পাশ করেছে এবং ব্যবসায় শিক্ষা শাখায় ১২৪ জন পরীক্ষার্থী অংশগ্রহন করে ১২২জন পাশ করেছে। বিজ্ঞান শাখায় ১৬জন, ব্যবসায় শিক্ষা শাখায় ৭ জন ও মানবিক শাখায় ১জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। উল্লেখ্য বিগত বছর গুলোতে মডেল স্কুল ও কলেজ পাশের হার জিপিএ-৫ এর ভিত্তিতে বিভিন্ন সময় শীর্ষ ১০ অবস্থান করে আসছিল। ঐতিহ্যবাহী এ প্রতিষ্ঠানের ধারাবাহিক ফলাফল অক্ষুন্ন রাখায় গর্ভনিং বডির চেয়ারম্যান সিরাজুল জব্বার চৌধুরী ও প্রিন্সিপাল মনসুর আহমদ চৌধুরী ছাত্র-শিক্ষক ও অভিভাবকদের অভিনন্দন জানিয়েছেন।