যুব সমাজকে দক্ষ জনশক্তিতে পরিণত করতে পারলেই আমরা সফলতার শীর্ষে পৌছাতে পারব

গোলাপগঞ্জে যুব দিবসের আলোচনা সভায় ড. সুভাষ চন্দ্র বিশ্বাস

113কেএম আব্দুল্লাহ, গোলাপগঞ্জ থেকে : গোলাপগঞ্জে ৪৩ তম জাতীয় যুব দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সরকার সিলেট বিভাগের উপ-পরিচালক ড. সুভাষ চন্দ্র বিশ্বাস বলেছেন, যুবরাই হচ্ছে দেশের সকল কর্মকান্ডের চালিকা শক্তি। তাদেরকে সঠিক ভাবে পরিচালনা না করতে পারলে দেশের সার্বিক উন্নয়ন সম্ভব নয়। যুব সমাজকে দক্ষ জনশক্তিতে পরিণত করতে পারলেই আমরা সফলতার শীর্ষে পৌছাতে সক্ষম হব। তিনি যুব সমাজকে মাদক ও অসামাজিক কর্মকান্ড থেকে দূরে রেখে প্রশিক্ষিত জনসম্পদ হিসেবে গড়ে তুলতে সহযোগীতার আহ্বান জানান।
গতকাল শনিবার যুব দিবস উপলক্ষ্যে উপজেলা পরিষদ প্রাঙ্গন থেকে একটি যুব র‌্যালী বের করা হয়। র‌্যালী শেষে উপজেলা অডিটোরিয়ামে নির্বাহী অফিসার মোহাম্মদ আসাদুল হকের সভাপতিত্বে ও যুব উন্নয়ন অধিদপ্তরের অফিস সহকারী শফিউল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন গোলাপগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান হাফিজ নজমুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নোমান উদ্দিন মুরাদ, মহিলা ভাইস চেয়ারম্যান এডভোকেট শাহানা হোসাইন, গোলাপগঞ্জ প্রেসক্লাব সভাপতি আব্দুল আহাদ। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ফখরুজ্জামান। আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সফল মৎস্য খামারী জমির উদ্দিন, যুব সংগঠনক মুহিবুর রহমান, হকি ক্লাবের সেক্রেটারী ফাহমি আহমদ চৌধুরী। র‌্যালী ও আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শরীফগঞ্জ ইউপি চেয়ারম্যান মাস্টার রেহান উদ্দিন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. হাবিবুর রহমান, সিনিয়র মৎস্য কর্মকর্তা ফনিন্দ্র চন্দ্র সরকার, যুব উন্নয়ন কর্মকর্তা ফখরুজ্জামান, মহিলা বিষয়ক কর্মকর্তা খাদিজা খাতুন, গোলাপগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজ আহমদ চৌধুরী, সমবায়ী ব্যক্তিত্ব আর্জমন্দ আলী, সাবেক চেয়ারম্যান বদরুল হক, ইউপি সদস্য ইসমাঈল আলী, নিরেশ বিশ্বাস, তমিজ উদ্দিন, মুজিবুর রহমান মুজিব, সমবায়ী ব্যক্তিত্ব নুরুল ইসলাম, উপজেলা নিসচার সভাপতি ইলিয়াছ আহমদ প্রমুখ। আলোচনা সভায় যুব দিবস উপলক্ষ্যে আয়োজিত চিত্রাংকন প্রতিযোগীতায় বিজয়ী, প্রশিক্ষিত যুবকদের সনদপত্র ও প্রশিক্ষিত যুবকদের মধ্যে ঋণ বিতরণ করা হয়।