ব্রিটিশ বাংলাদেশী আইনজীবীদের প্রতি প্রধান বিচারপতি এসকে সিনহার আহবান
ডেস্ক রিপোর্টঃ ব্রিটিশ বাংলাদেশী আইনজীবীদের বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়ন এবং আইন ও বিচার ব্যবস্থা সুরক্ষায় কাজ করার আহবান জানিয়েছেন প্রধান বিচারপতি এসকে সিনহা। রবিবার সকাল ৮ টায় প্রধান বিচারপতির সুপ্রিমকোর্টের কার্যলয়ে যুক্তরাজ্যস্থ দি সোসাইটি অব বাংলাদেশী সলিসিটারস এর সেক্রেটারি জেনারেল এবং বিলাতের আইন সহায়তাকারী প্রতিষ্ঠান ‘ কে সি সলিসিটারস ’ এর প্রিন্সিপাল ব্যারিস্টার আবুল কালাম চৌধুরী এক সৌজন্য সাক্ষাতে মিলিত হলে বিচারপতি সিনহা এই আহবান জানান।
বারিস্টার চৌধুরী এ সময় প্রধান বিচারপতিকে দেশের প্রতি বৃটিশ বালাদেশী আ্ইনজীবীদের দায়বদ্ধতাবোধ ও দরদ তুলে ধরেন। সেই সাথে বিচারকার্য সঠিক ও সাহসের সাথে পরিচালনার জন্য বৃটিশ বালাদেশী আ্ইনজীবীদের পক্ষ থেকে প্রধান বিচারপতিকে অভিনন্দন জানান ব্যারিস্টার আবুল কালাম চৌধুরী। এছাড়া এ সময় দুজনের মধ্যে দেশ ও বিলাতের আইনি বিভিন্ন বিষয় নিয়ে আলাপচারিতা হয়।