লাফার্জ সুরমা পুলিশ কমিশনার টি-টুয়েন্টি ক্রিকেট টুর্ণামেন্ট ফাইনাল খেলা সম্পন্ন

yyyyyyyyসিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার আয়োজনে সিলেট মেট্রোপলিটন পুলিশ ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় এবং লাফার্জ সুরমা সিমেন্ট প্রাইভেট লিমিটেড এর পৃষ্ঠপোষকতায় লাফার্জ সুরমা পুলিশ কমিশনার টি-টুয়েন্টি ক্রিকেট টুর্ণামেন্ট-২০১৫-২০১৬ এর ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান ২ জানুয়ারী শনিবার সিলেট জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। উক্ত টুর্ণামেন্টের ফাইনাল খেলায় ইলেভেন ব্রাদার্স কাব চার উইকেটে বীর বিক্রম ইয়ামিন ক্রীড়া চক্রকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
সিলেট মেট্রোপলিটন পুলিশ এর কমিশনার ও টুর্ণামেন্ট কমিটির আহবায়ক কামরুল আহসান এর সভাপতিত্বে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট বিভাগীয় কমিশনার ও সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার সভাপতি মোঃ জামাল উদ্দীন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার এস এম রোকন উদ্দিন আহমদ, স্পন্সর প্রতিষ্ঠান লাফার্জ সুরমা সিমেন্ট প্রাইভেট লিমিটেড এর প্রধান প্রতিনিধি মুনায়েম খান বাবুল ও টেরিটরি ম্যানেজার আনোয়ার হোসেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক শফিউল আলম চৌধুরী নাদেল, সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও সিলেট জেলা ফুটবল এসোসিয়েশনের প্রেসিডেন্ট মাহি উদ্দিন আহমদ সেলিম, সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (সদর) মোঃ রেজাউল করিম, উপ-পুলিশ কমিশনার (উত্তর) ফয়সল মাহমুদ, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) বাসুদেব বণিক, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মোশফেকুর রহমান, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোঃ রহমত উল্লাহ, সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার সহ-সভাপতি হাজী হেলাল উদ্দিন আহমদ, সিলেট জেলা ক্রীড়া সংস্থার প্রাক্তন সহ-সভাপতি হাজী এম. এ. সাত্তার, বিশিষ্ট ক্রীড়া সংগঠক গোলাম জাবির চৌধুরী জাবু, নুরে আলম খোকন, ফেরদৌস চৌধুরী রুহেল, হানিফ আলম চৌধুরী, সিলেট জেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ মোঃ সিরাজ উদ্দিন, সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী পরিষদের সদস্য মোস্তফা ফরিদুল হোসেন কোরেশী ও সৈয়দ তকরিমুল হাদী কাবী, বাংলাদেশ বেতার এর কর্মকর্তাবৃন্দ, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ভেন্যু ম্যানেজার জয়দীপ দাস সুজক, সিলেট বিভাগীয় ক্রিকেট কোচ এ কে এম মাহমুদ ইমন, সিলেট ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আশরাফ হোসেইন আরমান, ক্রিকেট আম্পায়ার আমিরুল ইসলাম ও এটিএম ইকরাম, জাতীয় স্কোরার এইচ.ইউ দীপু প্রমুখ।
ম্যান অব দ্যা টুর্ণামেন্ট বীর বিক্রম ইয়ামিন ক্রীড়া চক্রের খেলোয়াড় তুষার (১৩৪ রান, ৯টি ডিসমিসাল), ম্যান অব দ্যা ফাইনাল ইলেভেন ব্রাদার্স কাবের খেলোয়াড় অলক কাপালী (অপরাজিত ৪৭ রান, ৪-০-১১-১)। পুরষ্কার বিতরণী অনুষ্ঠান শেষে সাকের অটো ব্রিকস এর সৌজন্যে র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। র‌্যাফেল ড্র এর ১ম পুরষ্কার (এল ই ডি টিভি) এর টিকিট নম্বর-১৭৮৮২।