অবশেষে বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল

jkhখেলাধুলা ডেস্ক: আকস্মিক সিদ্ধান্তে গত বছরের সেপ্টেম্বরে বাংলাদেশ সফর বাতিল ঘোষণা করে অস্ট্রেলিয়া। এরপর জানুয়ারিতে যুব বিশ্বকাপেও অনূর্ধ্ব–১৯ দলও পাঠায়নি।

অবশেষে বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া। মঙ্গলবার সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী সাদারল্যান্ড। তবে ২০১৭ সালে বাংলাদেশ সফরে আসবে অস্ট্রেলিয়া।

এ বিষয়ে সাদারল্যান্ড বলেন, ‘আমরা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে অফ লাইনে বিষয়টি নিয়ে আলোচনা করেছি’। তারা জানতে ও বুঝতে পেরেছে যে আমরা সেই (স্থগিত) সফরটিতে নতুন করে যেতে একদম অঙ্গীকারবদ্ধ। নিরাপত্তা অবশ্যই একটা বিষয়, আমাদের সফরে যাবার আগে তাই অনেক প্রস্তুতির প্রয়োজন আছে। কিন্তু আমরা বাংলাদেশে যেতে এবং ক্রিকেট খেলতে মুখিয়ে আছি।

এর আগে ২০১৫ সালের সেপ্টেম্বরে অস্ট্রেলিয়ার বাংলাদেশের মাটিতে দুইটি টেস্ট ম্যাচ খেলার কথা ছিল। কিন্তু নিরাপত্তা ইস্যুতে শেষপর্যন্ত অস্ট্রেলিয়া আসে নি। সেই সিরিজ খেলতেই অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দল আসছে দুই বছর বিরতিতে ২০১৭ সালে।