যৌতুক মামলায় জামিন পেলেন নায়ক হেলাল খান
বিনোদন ডেস্কঃ চিত্রনায়ক হেলাল খানের বিরুদ্ধে তার স্ত্রী উমা খানের দায়েরকৃত যৌতুকের মামলায় জামিন পেয়েছেন হেলাল খান। রোববার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মারুফ হোসেন তার জামিন মঞ্জুর করেন।
ওইদিন নায়ক হেলাল খান ওই বিচারকের আদালতে আত্মসমর্পণ করে জামিন প্রার্থনা করেন। বিচারক শুনানি শেষে ১০ হাজার টাকা মুচলেকায় জামিন মঞ্জুর করেন। শুনানিকালে তার স্ত্রী উমা খান আদালতে হাজির ছিলেন। তখন তার আইনজীবী হেলাল খানের জামিনের বিরোধিতা করেন।
মামলার অভিযোগ থেকে জানা গেছে, ৬০ লাখ টাকা যৌতুক দাবি করায় যৌতুক আইনের ৪ ধারায় হেলাল খানের স্ত্রী উমা খান এই মামলাটি করেছেন।
উমা খানের গর্ভে দুই ছেলে সন্তান ফয়সাল খান হেলাল (২৯) ও শৈবাল খান হেলাল (২৩) জন্মগ্রহণ করে। যারা বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন।
উল্লেখ্য, বিএনপির অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংস্থার (জাসাস) নেতা হেলাল খানকে গত ১৬ ফেব্রুয়ারি নাশকতার দুই মামলায় গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। পরবর্তীতে ৩ মাসের অধিক সময় তিনি মামলাগুলোয় কারাভোগ করে জামিনে মুক্তি পান।