সিলেটে থার্টি-ফার্স্ট নাইটে অনুষ্ঠান করা যাবে শুধুই ইনডোরে
ডেস্ক রিপোর্টঃ আর একদিন পরেই পুরনো বছরকে বিদায় দিয়ে নতুন বছরকে বরণে থার্টি-ফার্স্ট নাইট উদযাপন করা হবে। প্রতি বছর থার্টি-ফার্স্ট নাইটকে ঘিরে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। তবে এবার সিলেটে থার্টি-ফার্স্ট নাইটে কোনো খোলা জায়গায় অনুষ্ঠান করা যাবে না। এ সংক্রান্ত কোনো অনুষ্ঠান করার অনুমতি দেবে না সিলেট মহানগর পুলিশ।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ রহমত উল্লাহ জানান, থার্টি-ফার্স্ট নাইটকে ঘিরে এসএমপি সতর্ক রয়েছে। এবার খোলা জায়গায় কোনো অনুষ্ঠানের অনুমতি দেয়া হবে না। নিরাপত্তার স্বার্থেই এমনটা করা হচ্ছে। তিনি জানান, ইনডোরে কেউ অনুষ্ঠান করতে চাইলে করতে পারবে। তবে গভীর রাত হওয়ার আগেই অনুষ্ঠান শেষের বিষয়ে উৎসাহ দিচ্ছে পুলিশ।