সিলেটে এই প্রথম লন্ডনের দুই প্রতিষ্ঠানের ইমিগ্রেশন বিষয়ক যৌথ সেমিনার

Kalam Chowdhuryডেস্ক রিপোর্টঃ লন্ডনের প্রখ্যাত আইন সহায়তাকারী প্রতিষ্ঠান কে.সি সলিসিটরস ও হ্যামলেটস ট্রেনিং সেন্টারের যৌথ উদ্যোগে ব্রিটেনের ইমিগ্রেশন আইনের সর্বশেষ হালনাগাদকৃত নিয়মাবলী ও তথ্যভিত্তিক সেমিনার আজ সোমবার অনুষ্টিত হতে যাচ্ছে। সিলেট নগরীর পূর্ব দরগাহগেইটে রশিদ এম্পোরিয়াম মার্কেটের ধর এন্টারপ্রাইজের নিজস্ব সেমিনার রুমে আজ দুপুর ২ ঘটিকা থেকে ৩ ঘটিকা পর্যন্ত এই সেমিনারে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন ব্রিটেনের অতি পরিচিত ইমিগ্রেশন আইনজীবি ব্যারিস্টার আবুল কালাম চৌধুরী। এতে ব্রিটেনে মাইগ্র্যান্ট ভিসা প্রার্থীদের ক্ষেত্রে নতুন আইনের সকল তথ্যাবলী সম্পর্কে বিশদ আলোচনা করা হবে। অনুষ্ঠানে সার্বিক সহযোগীতায় থাকবেন ধর এন্টারপ্রাইজের স্বত্তাধিকারী ও মানবাধিকার কর্মী আর,কে, ধর।