বিশ্বনাথে পৈত্রিক ভিটে থেকে উচ্ছেদ করতে নির্যাতনের অভিযোগ

DSCF8011সিলেটে সফররত বাংলাদেশ মানবাধিকার কমিশন চেযারম্যান অধ্যাপক ড. মিজানুর রহমানের কাছে নির্যাতন-নিপীড়ন ও মানবাধিকার লংঘনের অভিযোগ করেছে বিশ্বনাথ উপজেলার শাহজাহান পরিবার। রোববার (২৭ ডিসেম্বর) বিকেলে সিলেটের দয়ামীর ইউপি কার্যালয়ে তার কাছে এ অভিযোগ করেন তারা। অভিযোগে উল্লেখ করা হয়, সিলেটের বিশ্বনাথ উপজেলার কর্মকলাতি মাধবপুরের শাহজাহান পরিবারকে পৈত্রিক বসতভিটে থেকে উচ্ছেদ করতে একটি মহল তৎপর রয়েছে। এ লক্ষ্যে প্রতিবেশী আবু বকর ও আব্দুস শহীদ সহযোগীদের নিয়ে দীর্ঘদিন ধরে তাদের উপর নানাবিধ নির্যাতন নিপীড়ন চালিয়ে যাচ্ছে। সন্ত্রাসী কায়দায় হামলা, ভাংচুরসহ পরিবারের নারী ও শিশুদের ইজ্জত আব্রু নিয়ে তারা হুলি খেলা করছে। প্রভাবশালী আবু বকর ও আব্দুশ শহীদ থানা পুলিশকে ম্যানেজ করে এ সব তান্ডব চালাচ্ছে। পুলিশের অসহযোগিতার কারণে মামলা করেও তারা ন্যায়-বিচার থেকে বঞ্চিত হচ্ছেন। তাদের এ নির্যাতন নিপীড়ন ও বিচার বঞ্চনার বিষয় বর্তমান সরকার কর্তৃপক্ষকে বারবার অবহিত করেছেন তারা। কিন্তু কোন প্রতিকার পাচ্ছেন না। প্রভাবিত থানা পুলিশ তাদের উল্টো হয়রানী করে চলেছে। অভিযোগে আরো প্রকাশ, শাহজাহানদের বসত বাড়িতে হামলা ও নির্যাতনের ঘটনায় শাহজাহান পরিবার এ বছরের ২৫ আগস্ট আদালতের মাধ্যমে সিলেটের বিশ্বনাথ থানায় একটি মামলা (নং-১৬(৮)১৫) করেন। কিন্তু সন্ত্রাসীদের দ্বারা প্রভাবিত পুলিশ তাদের মামলাটি শুধু ফাইনালই দেয়নি, উল্টো তাদের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নিতে আদালতের কাছে অনুমতি চেয়েছে। এমতাবস্থায় নির্যাতিত শাহজাহান পরিবার তাদের বসতভিটে ও নারী শিশুর ইজ্জত রক্ষায় মানবাধিকার কমিশন চেয়ারম্যানের আশু হস্তক্ষেপ কামনা করেছে। কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. মিজানুর রহমান তাদের অভিযোগ গ্রহন করে সর্বাধিক গুরুত্ব সহকারে তা দেখবেন বলে আশ্বাস দিয়েছেন। বিজ্ঞপ্তি