বিজয় দিবস উপলক্ষে বঙ্গবন্ধু পরিষদ স্বাধীনতা অফিসার ও জনতা ব্যাংক সিবিএ আলোচনা সভা
বঙ্গবন্ধু পরিষদ জনতা ব্যাংক ইউনিট সিলেট ও জনতা ব্যাংক স্বাধীনতা অফিসার পরিষদ সিলেট এবং জনতা ব্যাংক সিবিএ সিলেট অঞ্চলের যৌথ উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে জনতা ব্যাংক বিভাগীয় কার্যালয়ে বিকাল ৩ ঘটিকার সময় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বঙ্গবন্ধু পরিষদ জনতা ব্যাংক ইউনিট সিলেট বিভাগীয় কমিটির সভাপতি এ জি এম বাবু সুন্দিপ কুমার রায় সভাপতিত্ব ও বঙ্গবন্ধু পরিষদ জনতা ব্যাংক সিলেট অঞ্চলের সাধারণ সম্পাদক নীল মণি রঞ্জন দাস ও জনতা ব্যাংক স্বাধীনতা অফিসার পরিষদ সিলেটের সাধারণ সম্পাদক আলম হোসেনের যৌথ পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনতা ব্যাংক লিঃ-এর পরিচালক ও কেন্দ্রীয় আওয়ামীলীগের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সৈয়দ বজলুল করিম।
প্রধান বক্তা জনতা ব্যাংক বিভাগীয় কার্যালয়ের জি এম বীর মুক্তিযোদ্ধা মাহমুদুল হক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা শ্রমিকলীগের সভাপতি ও কেন্দ্রীয় সহ-সভাপতি প্রকৌশলী এজাজুল হক এজাজ, জনতা ব্যাংক বিভাগীয় কার্যালয়ের ডিজিএম রিয়াজুল ইসলাম, জনতা ব্যাংক সিলেট কর্পোরেট শাখার ডিজিএম আবুল হোসেন, জেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক শামীম রশিদ চৌধুরী।
আরো বক্তব্য রাখেন, জনতা ব্যাংক স্বাধীনতা অফিসার পরিষদ সিলেটের সভাপতি আতিকুর রহমান, জনতা ব্যাংক সিবিএ সভাপতি শরিফ আহমদ, সাধারণ সম্পাদক মীর ইয়াকুত আলী দুলাল, সহ-সভাপতি আব্দুল জলিল, সহ-সভাপতি আব্দুল ওয়াদুদ, সাধারণ সম্পাদক মিহির ভট্টাচার্য্য, অগ্রণী ব্যাংক বঙ্গবন্ধু পরিষদের সভাপতি শুশান্ত দেব, সাধারন সম্পাদক রুবেল আহমদ, রূপালী ব্যাংক বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল মজিদ, অগ্রণী ব্যাংক সিবিএ সভাপতি বখতিয়ার আহমদ, দক্ষিণ সুরমা শ্রমিকলীগের সভাপতি আনোয়ার হোসেন মাস্টার, সাধারণ সম্পাদক মোঃ আব্বাস আলী, যুব শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আদনান খান হেলাল, জেলা শ্রমিকলীগের মহ-সভাপতি আজিজুর রহমান, জমসেদ বখত মনন, দপ্তর সম্পাদক দুলন রঞ্জন দেব, পানি উন্নয়ন বোর্ড সিবিএ’র রেহান আহমদ, কৃষি ব্যাংক বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক আপূর্ব কান্তি দাস, কবির আহমদ, ট্রাক শ্রমিক লীগের সভাপতি সালেহ আহমদ, বালাগঞ্জ শ্রমিক লীগের সভাপতি আব্দুল আহাদ, সাধারণ সম্পাদক আহাদ মিয়া প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন জনতা ব্যাংকের কর্মকর্তা জমির উদ্দিন।