গোলাপগঞ্জে ৯ লক্ষ টাকা ব্যয়ে দরিদ্র মুক্তিযোদ্ধা পরিবারের গৃহ নির্মাণ শুরু

20151226_110322 copyগোলাপগঞ্জ প্রতিনিধি: গোলাপগঞ্জের বাঘা লালনগরে বীর মুক্তিযোদ্ধা মরহুম আব্দুর রহিমের ঘর সরকারী উদ্দ্যোগে নির্মাণ করা হচ্ছে। প্রায় ৯ লক্ষ টাকা ব্যয়ে ৪ কক্ষ বিশিষ্ট ঘর নির্মাণ কাজ আনুষ্টানিকভাবে শুরু হয়েছে। শনিবার কাজ শুরু হলে এসময় উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আলহাজ্ব শফিকুর রহমান, গোলাপগঞ্জ প্রেসক্লাব সভাপতি আব্দুল আহাদ, বিশিষ্ট সমবায়ি ব্যক্তিত্ব নুরুল ইসলাম, পৌর মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার হানিফ আলী, বিশিষ্ট সাংবাদিক মাহবুবুর রহমান চৌধূরী, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি গোলাম দস্তগীর খান ছামিন, স্থানীয় ইউপি সদস্য সুলেমান আহমদ, বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদির,এলজিইডির প্রতিনিধি খলিলুর রহমান, কামরুল হুসেন প্রমুখ। এসময় মোনাজাত পরিচালনা করেন স্থানীয় মসজিদের ইমাম মাওলানা ইমাম উদ্দিন।