নবীগঞ্জে এক রাতে দুই বাড়িতে চুরি

ঢাকা-সিলেট মহাসড়কের সঈদপুর বাজার বিকাশ দোকান থেকে লক্ষাধিক টাকা নিয়ে গেছে প্রতারক চক্র

উত্তম কুমার পাল হিমেল,নবীগঞ্জ (হবিগঞ্জ)থেকেঃ ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জের মিনাজপুর এক রাতে দুই বাড়িতে চুরি সংঘটিত হয়েছে। চুরেরা ঘরের তালা ভেঙ্গে পলী বিদ্যুতের পরিচালক শফিউল আলম হেলালের ব্যবহৃত বাজাজ কোম্পানীর ১টি মোটর সাইকেল নিয়ে গেছে। অপরদিকে একই গ্রামের মোঃ আনছার মিয়ার ঘরের তালা ভেঙ্গে ১টি কম্পিউটার, ইউপিএস ও স্পীকারসহ প্রায় দেড় লক্ষ টাকার মালামাল নিয়ে গেছে চোরেরা। এর একদিন আগে ঢাকা-সিলেট মহাসড়কের সঈদপুর বাজার একটি বিকাশের দোকান থেকে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে ১লক্ষ ২০ হাজার টাকা নিয়ে গেছে প্রতারক চক্র। এ নিয়ে উপজেলায় আতংক বিরাজ করজে।
জানাযায়, গত বৃহস্পতিবার দিবাগত রাতে ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের মিনাজপুর গ্রামের পলী বিদ্যুত সমিতির পরিচালক শফিউল আলম হেলালের ব্যবহৃত বাজাজ কোম্পানীর একটি মোটর সাইকেল তার ঘরে থেকে চুরি করে নিয়ে গেছে। একই রাতে একই গ্রামের মোঃ আনছার মিয়ার বাড়ি থেকে ঘরের তালা ভেঙ্গে ১টি কম্পিউটার পিসি, ইউপি এস ও স্পীকার নিয়ে গেছে। এছাড়া গত বুধবারে ঢাকা-সিলেট মহাসড়কের সঈদপুর বাজার হক ট্রেডার্সে (বিকাশ ও ফেক্সিলোডের) দোকানে কারযোগে সুন্দরী এক মহিলাসহ তিন সদস্যের প্রতারক চক্র বিকাশ থেকে টাকা তুলার কথা বলে মোবাইল হাতে নিয়ে ১ লক্ষ ২০ হাজার টাকা নিয়ে চম্পট দেয়। উলেখ্য সুন্দরী মহিলাসহ তিন সদস্যের প্রতারক চক্র বিকাশের দোকানে প্রবেশ করে তাদের চক্রের অপর সদস্যের মোবাইল নম্বরটি সঠিক আছে কিনা তা যাছাইয়ের জন্য লোডভর্তি মোবাইলটি দোকান মালিক নূরুল হকের কাছ থেকে হাতে নিয়ে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে সকল টাকা ট্রান্সফার করে মোবাইলটি দোকান মালিকের কাছে ফেরত দিয়ে তড়ি ঘড়ি করে কারযোগে চলে যায়। পরে দোকান মালিক মোবাইলের ব্যালেন্স চেক করে দেখেন মোবাইল থেকে ১লক্ষ ২০হাজার টাকা পাচার হয়ে গেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্ঠি হয়েছে।