গোলাপগঞ্জে মেয়র প্রার্থী পাপলু ও কাউন্সিলর প্রার্থীর আচরণবিধি লঙ্গণ : ৫ হাজার টাকা জরিমানা

Mayor Papluনোমান মাহফুজ: গোলাপগঞ্জ পৌর নির্বাচনে আচরণ বিধি লঙ্গনের দায়ে এক কাউন্সিলর প্রার্থীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয় ও একই অভিযোগে এক মেয়র প্রার্থীকে সতর্ক করেছে ভ্রাম্যমান আদালত। পৌর শহর ৮নং ওয়ার্ডের রাঙ্গাডহর বাজারে পোষ্টার সাঁটানো নিয়ে আচরণ বিধি লঙ্গনের অভিযোগ ওঠলে মঙ্গলবার সন্ধ্যা ৭টায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্র্যাট মৌরিন করিম ঘটনাস্থলে সরেজমিন গিয়ে অভিযোগের সত্যতা পান।

এ সময় কাউন্সিলর প্রার্থী জুমেরুজ্জামানের (টিউব লাইট) কাছ থেকে উল্লেখিত পরিমান জরিমানা আদায় করে সতর্ক করে দেন। ভ্রাম্যমান আদালতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার সাইদুর রহমান।

একই স্থানে আওয়ামী লীগ মনোনিত মেয়র প্রার্থী ও বর্তমান মেয়র জাকারিয়া আহমদ পাপলুর সমর্থনে নির্মাণ তোরন উঠিয়ে দেয়া হয় এবং এরকম আচরণ বিধি লঙ্গন না করার জন্য মৌখিকভাবে সতর্ক করা হয় বলে নির্বাহী ম্যাজিষ্ট্র্যাট মৌরিন করিম জানান। গোলাপগঞ্জ পৌর নির্বাচনে আচরণ বিধি লঙ্গনের দায়ে এটাই প্রথম জরিমানা।