পানির উপর দিয়ে হাঁটে মেয়েটি! (ভিডিও)

*** EXCLUSIVE *** NOTTINGHAM, UNITED KINGDOM - FEBRUARY 28: The swimmer strolls across the surface of the water in this other-worldy image taken on February, 28, 2015, in Nottingham, England. A swimming teacher has pulled off a stunt of biblical proportions, after being filmed RUNNING on WATER. Slovakian synchronized swimmer Lenka Tanner performs the trick UPSIDE-DOWN, by diving beneath the water and then pacing across the surface from below. PHOTOGRAPH BY Lucy Ray / Barcroft Media UK Office, London. T +44 845 370 2233 W www.barcroftmedia.com USA Office, New York City. T +1 212 796 2458 W www.barcroftusa.com Indian Office, Delhi. T +91 11 4053 2429 W www.barcroftindia.com
*** EXCLUSIVE *** NOTTINGHAM, UNITED KINGDOM – FEBRUARY 28: The swimmer strolls across the surface of the water in this other-worldy image taken on February, 28, 2015, in Nottingham, England. A swimming teacher has pulled off a stunt of biblical proportions, after being filmed RUNNING on WATER. Slovakian synchronized swimmer Lenka Tanner performs the trick UPSIDE-DOWN, by diving beneath the water and then pacing across the surface from below. PHOTOGRAPH BY Lucy Ray / Barcroft Media UK Office, London. T +44 845 370 2233 W www.barcroftmedia.com USA Office, New York City. T +1 212 796 2458 W www.barcroftusa.com Indian Office, Delhi. T +91 11 4053 2429 W www.barcroftindia.com

ডেস্ক রিপোর্টঃ পানির উপর দিয়ে হেঁটে চলেছেন এক নারী, কল্পনা নয় সত্যি। এ যেন এক চোখ ধাঁধানো ঘটনা। স্লোভাকিয়ার ২৮ বছরের ওই নারী লেনকা টানের অদ্ভুত সাফল্য, পানির ওপর দিয়ে ভেসে ভেসে হেঁটে, চলে, ছুটে বেড়ান তিনি। সাধারণত আমরা মাটির ওপর দিয়ে হাঁটি, পানিতে সাঁতার কাটি। তবে লেনকা টেনার পানির মধ্যে স্বাচ্ছন্দ্যে হেঁটে গোটা বিশ্বকে অবাক করে দিয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, লেনকা একজন পেশাদার সিক্রোনাইজ সাঁতারু। বিষয়টি নিয়ে প্রথম দিকে সবার মনে সন্দেহ ছিল। লেনকা হয়ত জাদু জানেন! আবার কেউ বলেন, সবাইটা চোখে ধুলো দেয়া। কারো ভাবনা, পানির নিচে নিশ্চয়ই আস্ত বরফের চাঁই আছে। কিন্তু পরীক্ষার পর সবার ধারণা ভুল প্রমাণিত হয়েছে। সেখানে কোনো রহস্য নেই। লেনকা জানান, পানির ওপর হাঁটা তার বহু বছরের অভ্যাসের ফল। প্রায় ২০ বছর ধরে অক্লান্ত পরিশ্রমের পর তিনি এই সাফল্য পেয়েছেন। তিনি জানান, কাজটা মোটেও কঠিন নয়।