চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়নের রাস্তার বেহাল দশা ॥ প্রতিদিন ভোগান্তি ১০ হাজার মানুষের

11412159_677987505670631_6925689522713126222_n copyচুনারুঘাট প্রতিনিধি: উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের মধ্যে-ঘনশ্যামপুর রাস্তার বেহাল দশা। রাস্তার অধিকাংশ যায়গা মৌসুমের বৃষ্টির কারণে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। ফলে রাস্তাটি বর্তমানে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। দীর্ঘদিন সংস্কার না হওয়ার কারণে এমন পরিস্থিতির সৃষ্টি বলে জানিয়েছেন এলাকাবাসী। সরেজমিনে দেখা যায়, উপজেলার আমুরোড-আমু চা-বাগানের মধ্যেখানে আহম্মদাবাদ ইউনিয়নের মধ্যে-ঘনশ্যামপুরের অবস্থান। এলাকাটির যাতায়াতের প্রধান রাস্তাটি দীর্ঘদিন সংস্কার না হওয়ায় বর্তমানে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। ফলে পুরো মধ্যে-ঘনশ্যামপুরের আশ-পাশের একাংশ মিলে প্রায় ১০ হাজার এরও অধিক মানুষের ভোগান্তি চরম আকার ধারণ করেছে। দীর্ঘদিন ধরে এ অবস্থা চলতে থাকলেও দেখার যেন কেউ নেই। বর্তমানে রাস্তাটি বিভিন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। যার ফলে এ সড়ক দিয়ে বর্তমানে পায়ে হাটাও কষ্টসাধ্য হয়ে পড়েছে। দুয়েকটি রিকসা চললেও তারা ভাড়া আদায় করে নির্ধারিত রেট থেকে কয়েকগুণ বেশি। রাত্রী ৮টা বাজার পর আর কোন যানবাহন চলতে চায় না। ফলে বাধ্য হয়ে এলাকার লোকজনকে পায়ে হেঁটে গন্তব্যে যেতে হয়। কোন লোক হঠাৎ অসুস্থ হয়ে গেলে তাকে যানবাহনের অভাবে হাসপাতালে নিতে নিতে অনেক সময় রোগীকে আর বাচানো সম্ভব হয় না। এসব বিরম্ভনা সজ্জ না করতে পেরে এলাকার উর্ত্তী বয়সী যুব সমাজ মিলে কিছুটা বালু-মাটি দিয়ে সংস্কার করে। তাও পুরাপুরি সংস্কার করা সম্ভব হয় নি। তাই এলাকাবাসীর দাবী স্থানীয় সরকারের কাছে যাতে করে এ রাস্তার সংস্কার করা হয়।