লাফার্জসুরমা পুলিশ কমিশনার টি- টুয়েন্টি ক্রিকেট টুণামেন্ট ২য় রাউন্ডের ২টি ম্যাচ অনুষ্ঠিত
সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার ব্যাবস্থাপনায় ও লাফার্জসুরমা সিলেট মেট্রোপলিটন পুলিশ এর সার্বিক সহযোগিতায় লাফার্জসুরমা পুলিশ কমিশনার টি- টুয়েন্টি ক্রিকেট টুণামেন্ট-২০১৫ এর ২য় রাউন্ডের ২য় ম্যাচ এপোল-১১ কাব বনাম ইয়ুথ সেন্টার কাব এর মধ্যকার খেলা গতকাল মঙ্গলবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এ খেলা আনুষ্টিত হয়। খেলায় ইয়ুথ সেন্টার কাব নির্ধারিত ২০ ওভারে ০৯ উইকেটে ৭১ রান করে বিজয়ী হয়। এবং বিজয়ী দলের মাহবুব হাসান ম্যান অব দ্যা ম্যাচ অর্জন করেন। ম্যান অব দ্যা ম্যাচ এর পুরস্কার বিতরনী অনুষ্টানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিলেট মেট্রোপলিটন পুলিশ ডি সি (উত্তর) ফয়সল মাহমুদ, সাবেক অধিনায়ক ও সাবেক খেলোয়াড় বাংলাদেশ ক্রিকেট বোর্ড খন্দকার রাজিন সালেহ্ আলম, এবং সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থা সদস্য সৈয়দ তাকরিমুল হাদী কাবি ।
এবং পুলিশ কমিশনার টি- টুয়েন্টি ক্রিকেট টুণামেন্ট-২০১৫ এর ২য় রাউন্ডের ৩য় ম্যাচ অনির্বাণ ক্রীড়া চক্র বনাম জিমখানা কাব এর মধ্যকার খেলা আনুষ্টিত হয়। বিজয়ী দলের নাবিল সামাদ ম্যান অব দ্যা ম্যাচ অর্জন করেন। ম্যান অব দ্যা ম্যাচ এর পুরস্কার বিতরনী অনুষ্টানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সিলেট মেট্রোপলিটন পুলিশ এ ডি সি হেড কোয়াটার রওশনুজ্জামান সিদ্দিকি, বিশিষ্ট ক্রীড়া সংগঠক গোলাম জাবির চৌধুরী জাবু, ,স্পন্সর প্রতিষ্টান লাফার্জসুরমা এর পক্ষে ইব্রাহিম আল মামুন ।