শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা ৬.৩ ডিগ্রি সেলসিয়াস

Sreemongol 22-12-2015মৌলভীবাজার প্রতিনিধি : চলতি মৌসুমের দেশের সর্বনিম্ন তাপমাত্রা মৌলভীবাজারের শ্রীমঙ্গলে রেকর্ড করা হয়েছে। শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের সিনিয়র অবজারভার মো. হারুনুর রশিদ জানান, মঙ্গলবার সকাল ৬টায় শ্রীমঙ্গলের তাপমাত্রা ৬ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এর আগে রোববার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল শ্রীমঙ্গলে ৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
হারুনুর রশিদ বলেন, ১৯৯৫ সালের ৪ জানুয়ারি, ২০০৭ সালের ১৭ জানুয়ারি, ২০১৩ সালের ১০ জানুয়ারি শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৪ ডিগ্রি সেলসিয়াস।শ্রীমঙ্গল ছাড়াও জেলার সর্বত্র সন্ধ্যা নামার পূর্ব মুহুর্ত থেকেই তীব্র শীত জেঁকে বসে। সেই সঙ্গে মাঝে মাঝে মৃদু কনকনে বাতাস জনজীবনকে বিপর্যস্ত করে তোলে। শীতের তীব্রতার কারণে শ্রীমঙ্গলের দিনমজুরেরা পড়েছেন বিপাকে। অফিস ও স্কুলগামী লোকদেরও কাজে যোগ দিতে দেড়ি হচ্ছে। ঠান্ডাজনিত রোগের প্রাদুর্ভাব সারা জেলা জুড়েই দেখা দিয়েছে।