ক্রিসমাসে বিরল পূর্ণিমা

full code moonডেস্ক রিপোর্টঃ এই ক্রিসমাসে আকাশে দেখা মিলবে বিরল পূর্ণিমা। এমনটাই জানিয়েছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। নাসার তথ্য মতে ২৫ ডিসেম্বর আকাশে উঠবে বিরল এই পূর্ণিমা। এর আগে এমন পূর্ণিমা দেখা গিয়েছিল ১৯৭৭ সালে। এরপরেরটি দেখা যাবে ২০৩৪ সালে। তাই এই পূর্ণিমার আলোয় অবগাহন করতে না পারলে আপনাকে অনেক দিন অপেক্ষা করতে হবে।
নাসা জানিয়েছে এ বছরের শেষ পূর্ণিমা এটি। এটাকে বলা হচ্ছে ‘ফুল কোল্ড মুন’। কেননা, ডিসেম্বর শীতের মাস। তাই শীতের সঙ্গে তাল মিলিয়ে এই পূর্ণিমার নাম দেয়া হয়েছে ফুল কোল্ড মুন। অথাৎ সম্পূর্ণ ঠাণ্ডা চাঁদ।
২৫ ডিসেম্বর চাঁদকে আরও জ্বলজ্বলে মনে হবে। পৃথিবীর সব প্রান্ত থেকেই এই চাঁদ দেখা যাবে।