মুয়াজিন কল্যাণ সমিতির ৪র্থ তাফসীরুল কোরআন মহা-সম্মেলন রোববার
সিলেট মুয়াজিন কল্যাণ সমিতির উদ্যোগে ৪র্থ তাফসীরুল কোরআন মহাসম্মেলন আগমাী ২০ ডিসেম্বর রোববার ঐতিহাসিক রেজিষ্টারী মাঠে অনুষ্ঠিত হবে। ঐদিন বেলা ২টা থেকে রাত ১২টা পর্যন্ত মহা সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন জামেয়া কাশিমুল উলূম দরগাহ মাদ্রাসার মুহতামিম মাও. মুফতি আবুল কালাম জাকারিয়া, মুফতি শফিকুর রহমান ও মাও. সাইদুর রহমান। তাফসীর পেশ করবেন, আল্লামা তাফাজ্জুল হক হবিগঞ্জি, মাও. আহমেদ সাইদ গোবিন্দপুরীসহ দেশবরেণ্য আলেম ওলামাবৃন্দ। বিশেষ মেহমান হিসেবে উপস্থিত থাকবেন সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান। এতে সকলের উপস্থিতি কামনা করেছেন মুয়াজ্জিন কল্যাণ সমিতি সিলেটের নেতৃবৃন্দ।