গোয়াইনঘাটে মসজিদ মাদ্রাসায় গোল্ডেন ড্রিম এর কোরআন শরীফ বিতরণ
যুক্তরাজ্য ভিত্তিক চ্যারিটি সংগঠন গোল্ডেন ড্রিম ওমেন অর্গানাইজেশন এর পক্ষ থেকে বিভিন্ন মসজিদ-মাদ্রাসায় পবিত্র কোরআন শরীফ বিতরণ করা হয়েছে। সপ্তাহ ব্যাপী কোরআন বিতরণ কর্মসূচীর আওতায় শুক্রবার পর্যন্ত বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে পাঁচ’শ কোরআন শরীফ বিতরণ করা হয়। এর মধ্যে গোয়াইঘাট উপজেলার ফতেহপুর ইউনিয়নের ফতেহপুর বাংলাবাজার মহিলা মাদ্রাসা, ফতেহপুর ২য়খন্ড জামে মসজিদ, নয়াগ্রাম জামে মসজিদ, ফতেহপুর দারুল হাদিস মাদ্রাসা, বাংলাবাজার মোহাম্মদীয় হাফিজিয়া মাদ্রাসায় ২৫০ খানা কোরআন শরীফ বিতরণ করা হয়। এর আগে এসব মসজিদ মাদ্রাসায় পৃথক অনুষ্ঠানে যোগদেন গোল্ডেন ড্রীমের নেতৃবৃন্দ। কোরআন শরীফ বিতরণ কালে গোল্ডেন ড্রীম ও সোনালী স্বপ্ন বাংলাদেশের চেয়ারপারসন কামরুন্নেছা মতিন শোভা বলেন, আমাদের দেশের জনসংখ্যার অর্ধেক নারী। তাদের বসিয়ে রেখে দেশের উন্নয়ন তরান্বিত হবে না। আমাদের দুটি হাতকে কাজে লাগাতে হবে। নারীদের কুসংস্কারে আচ্ছন্ন হয়ে বসে না থেকে কাজ করে নিজের পায়ে দাঁড়াতে হবে। তিনি বলেন, প্রচলিত শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষায় নারীদের এগিয়ে আসতে হবে। শোভা মতিন বলেন, আমরা দীনতা হীনতা চাইনা, আমরা চাই সুখি ও সমৃদ্ধিশালী হউক বাংলার প্রতিটি পরিবার। তিনি নারীদের প্রতি মর্যাদার অংশ হিসেবে একটি বৃদ্ধাশ্রম প্রতিষ্ঠার কথা উল্লেখ করে বলেন, আশ্রমটি আমাদের বঞ্চিত মা বোনদের জন্য একটি ছায়া হিসেবে পরিগণিত হবে। তিনি এসব কর্মসূচী বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করেন। কোরআন শরীফ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সুনালী স্বপ্ন বাংলাদেশের নির্বাহী পরিচালক সাংবাদিক মোহাম্মদ আবুল হোসেন, তরুন সমাজ সেবী সাইফুল আলম খান কয়েস, ফতেহপুর বাংলাবাজার মহিলা মাদ্রাসার প্রিন্সিপাল ফখরুল ইসলাম, মাও. আব্দুর রহমান, মাও. মুহিবুর রহমান, বদরুল ইসলাম, হাফিজ মাও. রুহুল আমিন, ফটো সাংবাদিক আমির হোসেন সাগর, আসেদা খাতুন বিলকিস প্রমূখ।