সুরমা টাইমস ডেস্কঃ দেশের অন্যতম পর্যটন কেন্দ্র জাফলং’র মায়াবী ঝর্ণায় গোসল করতে গিয়ে পাথর পড়ে এক পর্যটকের মৃত্যু হয়েছে। নিহত তাসফিকুর রহমান সিয়াম কুমিল্লার বুড়িচং উপজেলার চুরখাই গ্রামের শাখাওয়াত হোসেন এর পুত্র এবং ঢাকার আইইউবিএটি কলেজের পঞ্চম সেমিষ্টারের ছাত্র।
নিহতের সহপাঠি হাসান, রাজু ও রনি জানায় সিয়াম সহ ১১ বন্ধু মিলে ঢাকা থেকে রোববার জাফলংয়ে বেড়াতে আসে। বিকেলে তারা জাফলং বল্লাঘাটের জিরো পয়েন্ট এলাকা থেকে কয়েকশ গজ পশ্চিম দিকে বাংলাদেশ ভারত সীমান্তের মায়াবী ঝর্ণায় গোসল করতে গেলে হঠাৎ করে পাহাড়ের গাঁ থেকে একটি পাথর সিয়ামের উপড় পড়লে ঘটনাস্থলেই সে নিহত হয়।
গোয়াইনঘাট থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের লাশ ময়না তদন্তের জন্য সিওমেক হাসপাতালে প্রেরণের প্রস্তুতি চলছে।