ছাতকে প্রতিপক্ষের হামলায় মুক্তিযোদ্ধাসহ আহত ৫

46249ডেস্ক রিপোর্টঃ সুনামগঞ্জের ছাতক পৌরশহরের লেবারপাড়ায় জমির সীমানা নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মুক্তিযোদ্ধাসহ ৫ জন আহত হয়েছেন। তারা হলেন- মুক্তিযোদ্ধা ওয়ারিছ আলী, তার ছেলে জোসেফ উদ্দিন ও জয়নাল আবেদীন এবং একই এলাকার রহিম আলী ও বাছিত আলম।
জমির সীমানা নিয়ে দীর্ঘদিন ধরে মুক্তিযোদ্ধা ওয়ারিছ আলী ও প্রতিবেশী শাহ আলমের সাথে বিরোধ চলছে। এব্যাপারে সুনামগঞ্জ জেলা জজ আদালতে একটি মামলাও বিচারাধীন রয়েছে। কিন্তু আদালতের নির্দেশ উপেক্ষা করে শুক্রবার সকাল সাড়ে ৯টায় শাহ আলম সীমানায় দেওয়াল নির্মাণের কাজ শুরু করেন। এতে মুক্তিযোদ্ধা ওয়ারিছ আলী ও তার ছেলেরা বাধা দিলে শাহ আলম ও তার ভাই শাহজাহান, মুত্তাকিন, রাজিব, শাহীন, রাজু এবং চাচাতো ভাই ফখরুল, ফয়জুল তৈয়ব আলী ক্ষিপ্ত হয়ে ওঠে। এক পর্যায়ে তারা হামলা চালায় ওয়ারিছ আলী ও তার লোকজনের উপর। কেটে ফেলে ওয়ারিছ আলীর জায়গায় থাকা ১০/১৫টি গাছ। হামলায় আহত হন মুক্তিযোদ্ধা ওয়ারিছ আলী, তার ছেলে জোসেফ উদ্দিন ও জয়নাল আবেদীন এবং রহিম আলী ও বাছিত আলম। তাদের মধ্যে ওয়ারিছ আলী ও তার ছেলে জোসেফকে সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত জয়নালকে ভর্তি করা হয়েছে ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। সুনামগঞ্জের ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশেক সুজা মামুন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ব্যাপারে কোনো পক্ষই লিখিত অভিযোগ করেনি।