আর্জেন্টিনায় বাস দুর্ঘটনায় ৪১ পুলিশ নিহত
ডেস্ক রিপোর্টঃ আর্জেন্টিনায় বাস দুর্ঘটনায় ৪১ জন নিহত হয়েছে। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন কমপক্ষে আরো ১০ জন। সোমবার ভোরে ঘটনাটি ঘটেছে উত্তর আর্জেন্টিনার বুয়েন্স এলাকায়। এই দুর্ঘটনায় আহত ও নিহত সকলেই পুলিশ কর্মী ছিলেন।
পুলিশ সূত্রে জানা গেছে, এদিন ভোররাতে উত্তর আর্জেন্টিনার সালটা প্রদেশে পেট্রোলিং পার্টি করে ফিরছিল পুলিশের তিনটি কনভয়। তিনটি বাসে করে প্রায় দু’শ পুলিশ কর্মী ফিরছিলেন। বুয়েন্স এলাকায় একটি ব্রিজ অতিক্রম করার সময় আচমকাই একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং ব্রিজের রেলিং ভেঙে খাদে পড়ে যায়। তারপর খবর পেয়ে স্থানীয় থানার পুলিশ এবং উদ্ধারকারীর দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করে।
সালটার প্রতিরক্ষা দফতরের ডিরেক্টর অ্যাঞ্জেল মারিনারো জানান, নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি প্রায় ৬৫ ফুট নিচে পড়ে গেছে। বাসে প্রায় ৫০ থেকে ৬০ জন পুলিশ কর্মী ছিলেন এবং এই দুর্ঘটনায় ৪১ জন পুলিশ কর্মীর মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছেন অন্যান্যরা। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তবে আচমকা এই বাস দুর্ঘটনার কারণ স্পষ্ট নয়। ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানিছেন মারিনারো।