বন্ধ হচ্ছে টুইটার, স্কাইপ ও ইমো
ডেস্ক রিপোর্টঃ প্রায় ২২ দিন বন্ধ থাকার পর ফেসবুক খোলা হলেও এবার নতুন করে বন্ধ হচ্ছে টুইটার, ইমো এবং ভয়েস এবং স্কাইপ। রোববার সন্ধ্যায় টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ সংস্থা বিটিআরসি মোবাইল ফোন অপারেটরসহ ইন্টারনেট গেটওয়ে প্রতিষ্ঠান, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারসহ সংশ্লিষ্ট অপারেটরদের চিঠি দিয়ে এসব সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধের নির্দেশ দিয়েছে।
এর আগে ১৮ নভেম্বর রাষ্ট্রীয় নিরাপত্তার স্বার্থে ফেসবুক, ম্যাসেঞ্জার, ভাইবার, হোয়াটসঅ্যাপ, লাইন, ট্যাংগো ও হ্যাংআউটসহ সামাজিক যোগাযোগের কয়েকটি মাধ্যম ও অ্যাপস বন্ধ করে দেয় সরকার।
গত ১০ ডিসেম্বর ফেসবুক খোলা হলেও ভাইবার, হোয়োটস অ্যাপের মতো সোস্যাল অ্যাপলিকেশন বন্ধ রাখা হয়। তারই ধারাবাহিকতায় এবার নতুন করে খুদে ব্লগ লেখার জনপ্রিয় সোশ্যাল মিডিয়া টুইটার, ম্যাসেজিং অ্যাপ ইমো এবং ভিডিও কল ও ম্যাসেজিংয়ের জনপ্রিয় মাধ্যম স্কাইপ বন্ধ করা হলো।