প্রাচীন জৈন্তা ইতিহাস ঐতিহ্য গবেষণা পরিষদের কমিটি গঠন
প্রাচীন জৈন্তা রাজ্যের ইতিহাস ঐতিহ্য লালন ও সংরক্ষণের প্রত্যয়ে প্রাচীন জৈন্তার (বর্তমান কানাইঘাট, জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জের একাংশ) প্রতিভাবান একঝাঁক লেখক, কবি, সাহিত্যিক, সাংবাদিক ও সাহিত্যকর্মীর সমন্বয়ে গত ১২ ডিসেম্বর ২০১৫ইং শনিবার ‘জাগ্রত জৈন্তা’ কার্যালয়ে জৈন্তাপুর প্রেসকাবের সভাপতি বিশিষ্ট সাংবাদিক ফয়েজ আহমদের সভাপতিত্বে ও ঐতিহ্য সন্ধানী কাগজ ‘অনুপ্রাণন’ এর সম্পাদক মোঃ নাসির উদ্দিনের পরিচালনায় এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে বিশিষ্ট ব্যাংকার ও শিকড় সন্ধানী লেখক মোহাম্মদ মোশতাক চৌধুরীকে সভাপতি, সাহিত্যকর্মী মোঃ নাসির উদ্দিনকে সাধারণ সম্পাদক এবং সাহিত্যকর্মী মোঃ আলমগীর চৌধুরীকে সাংগঠনিক সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্য দায়িত্বশীলরা হলেন সহ-সভাপতি জৈন্তাপুর প্রেসকাবের সভাপতি ফয়েজ আহমদ, সাবেক সভাপতি প্রভাষক শাহেদ আহমদ, গোয়াইনঘাট প্রেসকাবের সভাপতি মনজুর আহমদ, কানাইঘাট লেখক পরিষদের সভাপতি আমিনুর রশীদ আনিছ, যুগ্ম সাধারণ সম্পাদক গোয়াইনঘাট প্রেসকাবের সাবেক সভাপতি জনাব আব্দুর মালিক, সাংবাদিক মাহবুবুর রশীদ, প্রচার সম্পাদক লেখক ও সাংবাদিক তাওহীদুল ইসলাম, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মোঃ হাবিবুর রহমান, তথ্য ও গবেষণা সম্পাদক ছড়াকার লুৎফুর রহমান তোফায়েল, সমাজকল্যাণ সম্পাদক সোলাইমান আল মাহমুদ, সাংস্কৃতিক সম্পাদক সাংবাদিক শুয়াইবুর রহমান, ক্রীড়া সম্পাদক বেলাল আহমদ, ধর্ম বিষয়ক সম্পাদক রুমান হাফিজ, কার্যকরী সদস্য সিনিয়র শিক্ষক দেবব্রত ভট্টাচার্য্য, সাংবাদিক আমিনুল ইসলাম, শাহিদ হাতিমী, হুমায়ুন রশীদ চৌধুরী, ফাহাদ আহমদ চৌধুরী।