ডেস্ক রিপোর্টঃ অবশেষে উচ্চ আদালতের রায়ে মনোনয়ন ফিরে পেলেন সিলেট জেলার গোলাপগঞ্জ পৌরসভার বিএনপি মনোনিত প্রার্থী গোলাম কিবরিয়া চৌধুরী। রোববার দুপুরে তিনি তার মনোনয়ন ফিরে পাওয়া সংক্রান্ত হাইকোর্টের রায়ের কপি স্থানীয় নির্বাচন কর্মকর্তার কাছে জমা দিয়েছেন। জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আলী আহমদ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি অভিযোগ করে বলেন, ‘কিবরিয়া চৌধুরী এ পৌরসভায় বিএনপির একমাত্র প্রার্থী ছিলেন। তার কোনো বিদ্রোহী প্রার্থীও ছিল না। স্থানীয় নির্বাচন কর্মকর্তারা তার মনোনয়ন বাতিল করলে আবারো আবেদন করেন তিনি। কিন্তু এতে সাড়া দেননি নির্বাচন কর্মকর্তারা। সবশেষ গত বৃহস্পতিবার তিনি উচ্চ আদালতে আবেদন করলে তার প্রার্থীতা ফিরে পেয়েছেন।’