সিলেট ব্যবসায়ী স্বার্থ সংরক্ষণ পরিষদ’র সাপ্তাহিক সাংগঠনিক নিয়মিত সভা অনুষ্ঠিত

ফুটপাত দখলমুক্ত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপই যথেষ্ট
৩১ ডিসেম্বর নগরীর ব্যবসায়ীদের প্রতিকী অবস্থান কর্মসূচী

ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ এবং নিরাপত্তা নিশ্চিত করা ও ব্যবসায়ীদের মধ্যে ঐক্যবদ্ধ অবস্থান সৃষ্টির লক্ষ্যকে সামনে রেখে সিলেট জেলা ও মহানগরের সর্বস্তরের তৃণমুল ব্যবসায়ীদের সমন্বয়ে প্রতিষ্ঠিত অরাজনৈতিক কল্যাণমূলক ব্যবসায়ী সংগঠন সিলেট ব্যবসায়ী স্বার্থ সংরক্ষণ পরিষদ’র আহবায়ক কমিটির উদ্যোগে ৮ ডিসেম্বর ২০১৫ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় পরিষদ’র অস্থায়ী কার্যালয় (প্রস্তাবিত এফ এন্ড এইচ কমপ্লেক্স, ২য় তলা, জিন্দাবাজার পয়েন্ট, সিলেট)-এ সাপ্তাহিক সাংগঠনিক নিয়মিত সভা অনুষ্ঠিত হয়। সাংগঠনিক নিয়মিত সভায় বক্তারা বলেন, সিলেট সিটি কর্পোরেশন অন্তর্গত প্রায় ১০ লক্ষ নগরবাসীর অবস্থান ও অসংখ্য বৈধ ব্যবসায়ীদের মূল্যায়ন উপেক্ষা করে গুটিকয়েক স্বার্থলোভী, নগর অপরিচ্ছন্নতাকারী ব্যক্তি ফুটপাত দখলকরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে বহাল তবিয়তে দখলদারিত্ব চালিয়ে যাচ্ছে। ফুটপাত দখলদারদের আচরণ, আমাদের আশ্চর্য্য করে। মনে হয় তাদেরকে অপসারন করার মত কোন কর্তৃপক্ষই সিলেট নগরীতে নেই। সিলেট নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্ট সহ সরকারি-বেসরকারী, ব্যক্তি মালিকানাধীন বিভিন্ন প্রতিষ্ঠানের সম্মুখভাগের ফুটপাত যেভাবে দখলদারদের মাধ্যমে দখল হয়েছে, তা দেখে মনে হয় ঐ প্রতিষ্ঠানের কর্তৃপক্ষই নির্দিষ্ট পরিমানের অর্থ গ্রহণ করে ফুটপাত দখলদারদের লীজ দিয়ে ফুটপাতে দখলদারিত্বের কার্যক্রম নির্বিগ্নে পরিচালনা করার সুযোগ করে দিয়েছেন। সংশ্লিষ্ট নির্দিষ্ট কর্তৃপক্ষের মদদ ছাড়া কোন ভাবেই অত্র প্রতিষ্ঠানের সামনের ফুটপাত দখল করে দখলদাররা কখনই তাদের কার্যক্রম পরিচালনা করতে পারত না। এ বিষয়ে মাঠপর্যায়ে ফুটপাত দখলমুক্ত করতে কার্যকর পদক্ষেপ গ্রহন ও নাগরিকদের অসুবিধা সৃষ্টি করে ফুটপাতের দখলদারিত্বকে টিকিয়ে রাখার জন্য কুচক্রি উন্নয়ন বিরোধী নৈরাজ্যকারী ব্যক্তিদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা অতীব প্রয়োজন। আমর মনে করি, ঐক্যমতের ভিত্তিতে ফুটপাত দখলমুক্ত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বাস্তবভিত্তিক কার্যকর পদক্ষেপ গ্রহণ করাই যথেষ্ট। পরিষদের যুগ্ম আহবায়ক গুলজার খাঁনের সভাপতিত্বে সদস্য সচিব জাতীয়ভাবে শ্রেষ্ঠ যুব সংগঠক পদকপ্রাপ্ত মোঃ এহছানুল হক তাহেরের পরিচালনায় সাংগঠনিকা অবস্থান উপস্থাপন করে স্বাগত বক্তব্য রাখেন পরিষদের আহবায়ক কিবরিয়া হোসেন নিঝুম। সাংগঠনিক নিয়মিত সভায় বিভিন্ন মতামত ও ফুটপাত দখলমুক্ত করার দাবী উপস্থাপন করে বক্তব্য রাখেন পরিষদ’র যুগ্ম আহবায়ক আব্দুর রউফ, চন্দন দে, সাংগঠনিক সচিব মোঃ জাকারিয়া ইমরুল, যুগ্ম সাংগঠনিক সচিব আব্দুল আহাদ শিকদার লিটন, যুগ্ম অর্থ সচিব মোঃ রুপন খাঁন, প্রচার সচিব মোঃ শিপন খান, যুগ্ম প্রচার সচিব জাহেদুল ইসলাম জাফর, সম্মানীত ব্যবসায়ীদের মধ্য থেকে রফিক উদ্দিন, মোঃ সাবুল মিয়া, সঞ্জয় কান্তি দাস। সভায় উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে ফুটপাত দখলমুক্ত করার দাবীতে সিলেট ব্যবসায়ী স্বার্থ সংরক্ষণ পরিষদ’র আয়োজনে ১৭ ডিসেম্বরের কর্মসূচীর তারিখ পরিবর্তন ৩১ ডিসেম্বর নির্ধারণ করা হয়। আগামী ৩১ ডিসেম্বর বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় জিন্দাবাজার পয়েন্টে ‘‘টুকরির মধ্যে ব্যবসায়ী পন্য নিয়ে ৩০ মিনিটের প্রতিকী অবস্থান কর্মসূচী’’তে সিলেট নগরীর সর্বস্তরের ব্যবসায়ী ও নগরপ্রেমী জনসাধারণকে প্রাণবন্ত উপস্থিতির জন্য সাংগঠনিক সভা থেকে আহবান জানানো হয়। পাশাপাশি ৩১ ডিসেম্বর ৩০ মিনিটের প্রতিকী অবস্থান কর্মসূচী সফলে আগামী ২৭ ডিসেম্বর রবিবার সন্ধ্যা সাড়ে ৫টায় নগরীর জেলরোডস্থ দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র ৩য় তলার সেমিনার কক্ষে সিলেট নগরীর সর্বস্তরের ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দদের সমন্বয়ে মতবিনিময় সভা এবং ৩১ ডিসেম্বর পূর্ব পর্যন্ত সর্বস্তরের ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দদের সাথে গণসংযোগ ও ফুটপাত দখলমুক্ত করার দাবীতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বরাবরে নিয়মিতভাবে স্মারকলিপি প্রদানের উদ্যোগ গ্রহণ করা হয়।