তাহিরপুরে পুলিশের হাতে ভারতীয় মদ সহ ১ চোরাচালানী গ্রেফতার

সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের তাহিরপুরে সীমান্ত এলাকা থেকে ভারতীয় মদের চালান নিয়ে আসার পথে পুলিশ মদের চালান সহ ১ মাদক চোরাচালানীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত’র নাম আফতাব উদ্দিন। সে উপজেলার বড়দল উওর ইউনিয়নের শিমুলতলা গ্রামের মৃত নিজাম উদ্দিনের ছেলে।
পুলিশ ও স্থানীয় এলাকাবাসী সুত্রে জানা যায়, উপজেলার চাঁনপুর সীমান্তের বারেকটিলার ওপার থেকে ভারতীয় মদের চালান নিয়ে আসার পথে সুন্দর পাহাড়ি গ্রামের পেছন থেকে একদল পুলিশের ধাওয়ার মুখে মদ সহ আফতাব উদ্দিন গ্রেফতার হয়। এ সময় সীমান্তের অপর এক চিহ্নিত মাদক চোরাচালানী পালিয়ে যায়। পরে পুলিশ ৩৬ বোতল ভারতীয় অফিসার্স চয়েজ মদের বোতল জব্দ করে।
এ ব্যাপারে আফতাব উদ্দিন ও তার সাথে থাকা পালিয়ে যাওয়া উপজেলার সীমান্তবর্তী চাঁনপুর গ্রামের মৃত আবুল হোসেন মড়লের ছেলে আবু বক্কর ওরফে বাক্কার নামক অপর সহযোগীকে পলাতক আসামী দেখিয়ে বুধবার রাতে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।