চলিতাবাড়ী যুব সমাজের উদ্যোগে তাফসীর মাহফিল আগামীকাল
চলিতাবাড়ীর যুব সমাজ, সালুটিকার এর উদ্যোগে তাফসীরুল কোরআন মাহফিল আগামীকাল ৩০ নভেম্বর রোববার স্থানীয় চলিতাবাড়ী মোল্লাপাড়া সংলগ্ন মাঠে বাদ আছর হইতে মধ্যরাত পর্যন্ত অনুষ্ঠিত হইবে। এতে প্রধান অতিথি হিসাবে তাফসীর পেশ করবেন বিশিষ্ট ইসলামী সঙ্গীত শিল্পী ও মুফাসসীরে কোরআন গাজীপুর বায়তুল আমান জামে মসজিদের ইমাম হযরত মাওলানা মুফতি রুহুল আমীন নূরী সহ অন্যান্য বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, তাফসীরকারক এবং মুহাদ্দিসগন ও স্থানীয় ওলামায়ে কেরাম। এতে সভাপতিত্ব করবেন সমাজসেবী ও বিশিষ্ট মুরব্বী মন্নান মিয়া। সার্বিক সহযোগীতায় রয়েছেন এলাকার মুরব্বিয়ানগন। এদিকে মাহফিল কে সফল করে তোলার জন্য সহযোগীতা ও দোয়া কামনা করেছেন, গোয়াইনঘাট উন্নয়ন ফোরামের চেয়ারম্যান সাংবাদিক আনোয়ার হোসাইন। চলিতাবাড়ী যুব সমাজের পক্ষে ইমরান আল মাহিন, বাচ্চু মিয়া, আব্দুর রহমান, শুক্কুর আলী, শামীম, ফিরোজ, মফিজ, আলাল মিয়া, হান্নান, ফজলু, শফিক, মুজিব, সজিব, মুন্সী, হারুন, দেলওয়ার, মনু, মইনুদ্দীন আশন, রহিম, কুদরত, আলামীন, ইরমাদ, জুলহাশ, মিরাজ, বাবলু, শাব্বির, সাইদুল, সমন, ফারুক, জামাল উদ্দিন ও রাতারগুল পর্যটন স্পট স্বেচ্ছাসেবী সংস্থার আহবায়ক মিনহাজ উদ্দিন।বিজ্ঞপ্তি।