বেসরকারি কলেজে নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের এমপিওভূক্তির দাবিতে মানববন্ধন

DSC_4219অদ্য ১১/১২/১৫ ইং তারিখ রোজ শুক্রবার বিকাল ৩টায় জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত বেসরকারি কলেজে নিয়োগপ্রাপ্ত অনার্স-মাস্টার্স কোর্সে পাঠদানরত শিক্ষকদের মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশনা অনুসারে ৯ম ও ১০ম জাতীয় সংসদের শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সুপারিশসহ গত ১৪/১০/২০১৫ইং তারিখের মহাপরিচালক, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের স্মারক নং ৩৭.০২.০০০০.১০৫.৩১.০৭০.১৫/৮২৩৬ মোতাবেক অনার্স-মাস্টার্স পর্যায়ে শিক্ষকদের এমপিওভুক্তির জন্য আর্থিক সংশ্লেষ মোতাবেক পদক্ষেপ গ্রহণ ও ২৭ মে ডিসেম্বর কেন্দ্রীয় শহীদ মিনারে মাননীয় প্রধানমন্ত্রীর উদ্যোগকে স্বাগত জানিয়ে দ্রুত এমপিওভুক্তির লক্ষ্যে সিলেট জেলার সভাপতি জনাব মোঃ ইয়াহইয়ার সভাপতিত্বে সিলেট শহীদ মিনারে সিলেট বিভাগীয় মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষক পরিষদের কেন্দ্রীয় সভাপতি জনাব কাজী ফারুক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহ সাধারণ সম্পাদক জনাব মো: আলাউদ্দিন, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা সভাপতি জনাব করুণাশীষ গোপ, মৌলভীবাজার, সুনামগঞ্জ ও সিলেটের প্রতিটি কলেজের প্রতিনিধি । পরে সাধারণ আলোচনায় সিলেট বিভাগের অর্šÍগত জেলা কমিটির অনুমোদন দেওয়া হয়। মানববন্ধনে বক্তারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীভুক্ত বেসরকারি কলেজে নিয়োগপ্রাপ্ত অনার্স-মাস্টার্স শিক্ষকদের বর্তমান বাজেটেই মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের আর্থিক সংশ্লেষ মোতাবেক ও সংসদীয় স্থায়ী কমিটির সিদ্ধান্ত মোাতাবেক দ্রুত এমপিওভূক্তির পদক্ষেপ গ্রহণে মাননীয় প্রধানমন্ত্রীর ব্যক্তিগত হস্তক্ষেপ কামনা করেন। প্রভাষক শেফুল মিয়ার সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রভাষক লিজা বেগম, রুবিনা জাহান, দিপালী রানী দাস, রানু অধিকারী, খালেদ মাসুদ, মাহবুবর রউফ নয়ন, মোঃ তোফায়েল আহমেদ, প্রনজিৎ পাল জিৎ, দেলোয়ার হোসেন, রশিদ আহমদ, সোহেল আহমদ, মোঃ আলমগীর হোসেন, পঙ্কজ কুমার সরকার, আব্দুন নূর শামীম, বিশ্বজিৎ দাম, সাহেদ আহমদ, মোঃ শাহরিয়ার খান, রিপন মালাকার, আব্দুল বাতেন, পিনাক ভট্টাচার্য্য, মুজিবুর রহমান, মোজাম্মেল আলী শিকদার, আতাউর ভূইয়া, মোঃ ময়নুল ইসলাম জাকির, হীরালাল দাস, মোঃ মিজানুর রহমান, মোঃ মাসুক মিয়া, মোহাম্মদ ওয়ারিছ উদ্দিন, মোঃ তফজ্জুল হোসেন, আশরাফুল ওয়াদুদ, ফরিদ আহমেদ, মোঃ শাহীন মিয়া, উজ্জল কুমার রায়, ক্ষিতীশ চন্দ্র দাস, মোঃ রেদওয়ানুল আলম তামীম, আমিনুল ইসলাম, মোঃ আজাদ, সোনিয়া অর্জুন, নুরজাহান খাতুন, শিউলি বেগম, গিলমান আলী, সাইফুর রহমান, হুমায়রা মণি, শিল্পী,মোঃ কবির উদ্দিন, শুকরিয়া জাহান, উর্মি লাবণী চক্রবর্তী, জান্নাতুল ফেরদৌস রিংকি, সুমাইয়া শিমু প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি