হিন্দুদের হত্যা ও মন্দিরে বোমা হামলার প্রতিবাদে নগরীতে মানববন্ধন
ডেস্ক রিপোর্টঃ দেশে বিভিন্ন স্থানে হিন্দুদের হত্যা ও মন্দিরে বোমা হামলার প্রতিবাদে সিলেটে মানববন্ধন কর্মসূচি পালন করে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট সিলেট জেলা ও মহানগর শাখার নেতৃবৃন্দরা।শুক্রবার সিলেট নগরীর কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে আয়োজিত মানববন্ধনে বক্তারা বলেন, নেত্রকোনা জেলার বারহাট্রা উপজেলার প্রধান শিক্ষক অর্জুন চন্দ্র বিশ্বাসকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা, ফরিদপুর জেলার হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদেও সম্পাদক অলক সেনকে হত্যার চেষ্ঠা, দিনাজপুর ইসকন মন্দিরের সভাপতি বিরেন্দ্র নাথ রায়কে হত্যার চেষ্টা, কান্তজিউর মন্দিরে বোমা হামলা ও গত বৃহস্পতিবার কাহারুল ইসকন মন্দিরে ধর্মীয় সভা চলাকালে গুলিবর্ষণকারী ও হামলাকারীদের গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
জেলার সভাপতি অ্যাডভোকেট মিলন ভট্টাচার্যের সভাপতিত্বে ও সহ-সাধারণ সম্পাদক রাজ কুমার দাসের পরিচালনায় বক্তব্য রাখেন মহানগরের সভাপতি অ্যাডভোকেট সুনিল চন্দ্র দাশ, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট গঙ্গেঁশ চন্দ্র দাশ, জেলার সাধারণ সম্পাদক অদীন্দ্র দেব, সহ-সভাপতি শুভ্রাংশু দে অপু, অ্যাডভোকেট অরুন দেব নাথ, অভিজিত মহারথ, শ্যামল চন্দ্র দে, দুলাল সরকার, গনেশ দে, অনন্যা সরকার, মুক্তা দাস, উজ্জল দে, অজিত দেবনাথ, প্রদীপ ভট্টচার্য্য প্রমূখ।