হবিগঞ্জ প্রেসকাবে দৈনিক বজ্রশক্তি পত্রিকার ২য় প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্টিত
হবিগঞ্জথেকে ফিরে, এম এস জিলানী আখনজী ॥ সন্ত্রাস দমনে জনসম্পৃক্ততার বিকল্প নেই। এই পদক্ষেপ’কে সামনে রেখে, সকল অন্যায়ের ও সন্ত্রাসের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর এ শ্লোগান নিয়ে, হবিগঞ্জ প্রেসকাবে অনুষ্টিত হয় গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টার সময়। সারাবাংলার বহুল প্রচারিত জাতীয় দৈনিক বজ্রশক্তি পত্রিকার ২য় প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠান পালিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, দৈনিক বজ্রশক্তি পত্রিকার নিজস্ব প্রতিনিধি মো: শাহজাহান মিয়া। এতে প্রধানঅতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হবিগঞ্জ জেলা ইউনিটি কমান্ডার ও সেক্টর কমান্ডার ফোরাম সভাপতি বীর-মুক্তিযোদ্ধা গৌর প্রসাদ রায়। বিশেষঅতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হবিগঞ্জ প্রেসকাবের সাধারণ সম্পাদক ও জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডার এর সভাপতি চৌধুরী মো: ফরিয়াদ, দৈনিক হবিগঞ্জ সমাচার পত্রিকার সম্পাদক ও প্রভাষক বীর-মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক, দি জাপান বাংলাদেশ ডায়গনষ্টিক এন্ড হসপিটালের ম্যানেজিং ডিরেক্টর কাজী আ: মতিন, হবিগঞ্জ জেলা শ্রমিকলীগের দপ্তর সম্পাদক আরজত আলী, সদস্য সাইদুল ইসলাম, দৈনিক বজ্রশক্তি পত্রিকার চুনারুঘাট প্রতিনিধি এম এস জিলানী আখনজী। অনুষ্ঠানটি পরিচালনা করেন, দৈনিক বজ্রশক্তি পত্রিকার বিশেষ প্রতিনিধি মো: ইয়ামিন চৌধুরী। অনুষ্ঠানে স্থানীয়, জাতীয়, ইলেক্ট্রিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধিবৃন্দ সহ সমাজের বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ দৈনিক বজ্রশক্তি পত্রিকার ২য় প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন।