লামাকাজী থেকে কিশোরী নিখোঁজ
ডেস্ক রিপোর্টঃ সিলেট সদর উপজেলার লামকাজী থেকে এক কিশোরী নিখোঁজ হয়েছেন। গত ২৬ নভেম্বর সকাল থেকে তিনি নিখোঁজ রয়েছেন। এ ব্যাপারে কিশোরীর ভাই মাছুম আহমদ থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।
জানা গেছে, নিখোঁজ কিশোরীর নাম মারজানা বেগম। লামকাজীর লালারগাঁও এলাকার নিজ বাড়ী থেকে ২৬ নভেম্বর বৃহস্পতিবার সকাল ৬টা থেকে মারজানাকে খোঁজে পাওয়া যাচ্ছে না।
সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুজির পরও তার সন্ধান না পাওয়ায় তার ভাই মাছুম আহমদ বাদী হয়ে জালালাবাদ থানায় একটি জিডি এন্ট্রি করেন। জিডি নং-২৮৫, তাং ০৭/১২/ইং।
মারজানা আজ ১৫ দিন যাবৎ নিখোঁজ রয়েছে। নিখোঁজ কিশোরীর বর্ণনা- বয়স-১৬, গায়ের রং ফর্সা, লম্বা ৪ ফুট ১০ ইঞ্চি, মুখমন্ডল গোলাকার সে সিলেটের আঞ্চলিক ভাষায় কথা বলে, সে মানসিক রোগে ভুগছিল।
হারিয়ে যাওয়ার সময় তার পরনে ছিল সাদা চেক ছেলোয়ার কামিজ। কোন সুহৃদয় ব্যক্তি তার সন্ধান পেলে মোবাইল ০১৭৬৮-৭১৭১৮০, ০১৬৭০৬০৭৪২৪ নাম্বারে যোগাযোগ করার জন্য বিনীত অনুরোধ জানানো হয়েছে।