বিশ্বনাথে দূর্নীতি প্রতিরোধ দিবসে মানববন্ধন
বিশ্বনাথ প্রতিনিধি: সিলেটের বিশ্বনাথে আন্তজার্তিক দূর্নীতি প্রতিরোধ দিবস উপলক্ষে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি উদ্যোগে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গতকাল বুধবার দুপুর ১২টায় উপজেলা সদরের বাসিয়া সেতুর ওপর মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধন শেষে প্রতিরোধ কমিটির কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মাওলানা একে এম মনোহর আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অধ্যক্ষ নেছার আহমদের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আসাদুল হক, বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা নির্মল চন্দ্র বণিক, বিশ্বনাথ থানার ওসি (তদন্ত) মাসুদুর রহমান, প্রবীণ রাজনীতিবিদ মজম্মিল আলী, বিশ্বনাথ ইউপির সাবেক চেয়ারম্যান ছয়ফুল হক, প্রবীণ সাংবাদিক আবদুল আহাদ,সংগঠক আবদুল মছব্বির, নাজমুল ইসলাম মখবুল।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি সাইদুর রহমান সাঈদ, সদস্য মো. মধু মিয়া, আনহার আলী, সৌমিত্র ধর, সমাজসেবক নাজিম উদ্দিন আহমদ,ফখর উদ্দিন, তওদিক চৌধুরী,বিশ্বনাথ থিয়েটারের সাধারণ সম্পাদক নবীন সোহেল, শফিক আহমদ পিয়ার, নজির আহমদ, আতিক হাসান তামিম, শহিদুল ইসলাম রাজু, আমিনুল ইসলাম খসরু, রাজা মিয়া, ফজলুর রহমান লিটন, আবু সুফিয়ান, আশরাফ হোসেন, আবদুল আজিজ মুছরা প্রমূখ।