আফ্রিকায় সন্ত্রাসীদের হাতে নিহত বাছনের লাশ দেশে আসছে মঙ্গলবার
ডেস্ক রিপোর্টঃ দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের হাতে বাংলাদেশী এক যুবক খুন হয়েছেন। খুন হওয়া যুবক সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার জাঙ্গালহাটা গ্রামে মৃত ওয়াতির আলীর ছেলে বাছন মিয়া (২৭)। জানা যায়, বাছন মিয়ার লাশ দাফনে উদ্দেশ্যে মঙ্গলবার রাতে ঢাকাস্থ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে এসে পৌঁছবে। বৃহস্পতিবার বাদ জোহর জাঙ্গালহাটা জামে মসজিদ প্রাঙ্গণে নামাজে জানাজা শেষে পারিবারিক গোরস্থানে লাশ দাফন করা হবে। পরিবারের পক্ষ মরহুমের দোয়া ও জানাজায় অংশ গ্রহণের আহবান জানো হয়েছে।
উল্লেখ্য, গত ৩ ডিসেম্বর বৃহস্পতিবার ব্যবসায় প্রতিষ্ঠানের কাজ শেষে রাতে দক্ষিণ আফ্রিকা লেবফোরটিস্থ বাসায় যান। এক সন্ত্রাসী রাত তার ঘরে ঢুকে তাকে শ্বাসরুদ্ধ করে হত্যা করে। নিহত বাছন মিয়া দীর্ঘ ৮ বছর ধরে আফ্রিকার লেবফোরটি শহরে একটি ভুষিমালে দোকান দিয়ে ব্যবসা করে আসছিল।
এ দিকে বাছন মিয়ার মৃত্যুতে পরিবারের শোকের ছায়া নেমে আসে। ৮ ভাই বোনের মধ্যে বাছন সবার ছোট। সে ২০১২ সালে দেশে এসে বিয়ে করেছিল। তার দু’বছরের একটি ছেলে রয়েছে। ৭ ডিসেম্বর আবার দেশে আসার কথা থাকলে তাকে লাশ হয়ে দেশে আসতে হচ্ছে।